• প্রখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী মাধব গ্যাডগিল প্রয়াত
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • প্রখ্যাত পরিবেশবিদ ও বিজ্ঞানী মাধব গ্যাডগিল প্রয়াত। বুধবার মহারাষ্ট্রের পুনেতে তাঁর প্রয়াণ ঘটে। বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি পুনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    পশ্চিমঘাট (Western Ghats) পর্বতমালা নিয়ে যুগান্তকারী কাজ এবং 'গ্যাডগিল কমিশন' (Gadgil Commission) এর চেয়ারম্যান হিসেবে মাধব গ্যাডগিল বেশি পরিচিত ছিলেন। পশ্চিমঘাট নিয়ে তাঁর কাজ ভারতের পরিবেশনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্যাডগিল কমিশন পরিবেশগতভাবে ভঙ্গুর ওই অঞ্চলের সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল।

    মাধব গ্যাডগিল ছিলেন একজন ভারতীয় পরিবেশবিদ, বিজ্ঞানী, লেখক এবং ভারতীয় বিজ্ঞান সংস্থান (Indian Institute of Science)-এর ইকোলজিক্যাল সায়েন্সেস সেন্টারের প্রতিষ্ঠাতা। ২০২৪ সালে রাষ্ট্রপুঞ্জ পরিবেশবিদ মাধব গাডগিলকে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের হটস্পট পশ্চিমঘাটে তাঁর অসামান্য কাজের জন্য বার্ষিক 'চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ' সম্মানে ভূষিত করে, যা সর্বোচ্চ পরিবেশগত সম্মান। এছাড়াও বহু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারে তিনি ভূষিত হন।

    তাঁর মৃত্যু ভারতের পরিবেশ আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।

  • Link to this news (এই সময়)