• ‘একটু উষ্ণতার জন্য’! আগুন পোহাতে খরচ করতে হবে ৫ টাকা, অশোকনগরে অভিনব ‘ব্যবসা’
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • এক কাপ চা আর আগুনের উত্তাপ নিয়ে সান্ধ্য আড্ডা শুরু। ভরপুর আনন্দ আর শীতের মধ্যে একটু উষ্ণতার জন্য খরচ মাত্র পাঁচ টাকা। গত কয়েকদিন ধরেই কন কনে ঠান্ডা পড়েছে রাজ্যজুড়ে। আর শীতের সন্ধ্যায় আগুন পোহানোর সেই চেনা দৃশ্য ফিরে এসেছে। কিন্তু আগুন পোহানোর জন্য লাগছে পাঁচ টাকা। দৃশ্যটি উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় বাজারের।

    উত্তর ২৪ পরগনার কল্যাণগড় বাজার এলাকায় সন্ধ্যার পর থেকেই দাপট দেখাচ্ছে ঘন কুয়াশা। আগামী ৯ জানুয়ারি অশোকনগরের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস রয়েছে। এই সময়ে রাস্তাঘাটে লোকজনও কম থাকছে। এই সুযোগে অভিনব উদ্যোগ নিয়েছেন স্থানীয় দোকানদাররা। নিজেরাই কাগজ-কাঠ জোগাড় করে আগুন পোহানোর ব্যবস্থা করেছেন। সঙ্গে থাকছে গরম চা। আর শীতের সান্ধ্য আড্ডায় গরম চা খাওয়ার এবং আগুন পোহানোর জন্য দিতে হচ্ছে পাঁচ টাকা। আর ‘বাউন্ডুলে’ শীতের নাগাল পেয়ে আগুন পোহানোর এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না স্থানীয় বাসিন্দারা। কল্যাণগড় বাজারে সন্ধ্যায় আগুন পোহাতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

    স্থানীয় এক মহিলার কথায়, ‘আমরা এখানে আগুন পোহাতে আসি। পাঁচ টাকা দিতে হয়। চা খেতে খেতে গল্প করি। কিছুটা পিকনিকের মতো।’ সোশ্যাল মিডিয়া, কি-প্যাডের দুনিয়ায় এই শীত, চা, আড্ডা এবং আগুন পোহানোর দৃশ্য সাধারণ মানুষকে আরও কাছাকাছি এনে দিচ্ছে।

  • Link to this news (এই সময়)