• পুলিশকে নিয়ে সমীক্ষা দক্ষিণ দমদম পুরসভার
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • এই সময়: যানজটের সমস্যা কমাতে ও ক্রমশ বেড়ে চলা গাড়ির চাপ সামাল দিতে দক্ষিণ দমদমে নতুন পার্কিং লটের পরিকল্পনা করেছে পুরসভা। তার জন্য পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভা সমীক্ষা করবে। দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, বাজার এলাকা, ব্যস্ত রাস্তা ও রেল স্টেশন সংলগ্ন তল্লাটে বেআইনি পার্কিংয়ের জন্য প্রায়ই সমস্যা হচ্ছে যানবাহন চলাচলে। বিশেষ করে, অফিস টাইম ও বাজারের ব্যস্ত সময়ে বেশি জটিল হয়ে উঠছে পরিস্থিতি। এই অবস্থায় নতুন পার্কিং লট তৈরি করা এবং কিছু এলাকায় রাস্তার ধারে নির্দিষ্ট পার্কিং জ়োন চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে পুরসভার তরফে।

    কোন কোন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করলে যান চলাচলে সুবিধে হবে, কোথায় কোথায় নো পার্কিং জরুরি, সেটা খতিয়ে দেখতে পুলিশের সাহায্য প্রয়োজন পুরসভার। বেআইনি পার্কিংয়ের কারণে যে সব এলাকায় নিয়মিত যানজট হচ্ছে, সেগুলোকেও চিহ্নিত করা পুলিশের সাহায্য ছাড়া সম্ভব নয়। দক্ষিণ দমদম পুরসভার এক কর্তা বলেন, ‘দক্ষিণ দমদমে গাড়ির সংখ্যা দ্রুত বাড়ছে। সেই তুলনায় পার্কিংয়ের পরিকাঠামো যথেষ্ট নয়। পুলিশের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে।’

    ব্যারাকপুর কমিশনারেটের এক কর্তার মতে, ‘পুরসভা প্রাথমিক ভাবে যে সব জায়গায় পার্কিং লট করার কথা ভেবেছে, সেই পরিকল্পনা কার্যকর হলে ট্র্যাফিক নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে।’

  • Link to this news (এই সময়)