• সুপ্রিম-নির্দেশে প্রাথমিকে চাকরি ১,৯৮২ জনের
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • এই সময়: আদালতের নির্দেশে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নতুন করে চাকরি পেতে চলেছেন আরও ১৯৮২ জন। প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতেই এই প্রার্থীদের নিয়োগ হতে চলেছে। তাঁদের নামের তালিকাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

    প্রসঙ্গত, ২০২২–এ যে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এই ১৯৮২ জন তখন আবেদনকারী ছিলেন। এই প্রার্থীরা ২০২০-২২ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সের পড়ুয়া ছিলেন। যে সময়ে নিয়োগ প্রক্রিয়া চলছিল, তখন তাঁদের কোর্স সম্পূর্ণ ভাবে শেষ হয়নি। সেই কারণে পর্ষদ তাঁদের নিয়োগ করেনি। তখন এই প্রার্থীরা হাইকোর্টে মামলা করেন। আদালত জানায়, কোর্স শেষ না হলেও তাঁদের চাকরির জন্যে বিবেচনা করতে হবে। টেট–উত্তীর্ণ এই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার পরে দেখা যায়, এঁদের অনেকের নম্বরই চাকরি পাওয়া প্রার্থীদের তুলনায় বেশি। ফলে এমন পরিস্থিতি তৈরি হয় যে, এঁদের চাকরি দিতে গেলে অনেকের চাকরি বাতিল হতে পারে। এ নিয়ে আইনি চাপানউতোর চলে।

    সুপ্রিম কোর্টে মামলা হয়। আদালত অবমাননার মামলাও হয়। পরে ঠিক হয়, বাড়তি শূন্যপদে এই ১৯৮২ জনকে চাকরি দেওয়া হবে। এর ফলে যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন, তাঁদের কোনও সমস্যা হবে না। আদালত অবমাননার মামলাটি ৯ জানুয়ারি ফের সুপ্রিম কোর্টে ওঠার কথা। তার আগেই পর্ষদ বিজ্ঞপ্তি জারি করায় জটিলতা কাটল। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘মেধা অনুযায়ী আদালতের নির্দেশে ১৯৮২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।’ বর্তমানে যে ১৩,৪২১টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, তাতে এর কোনও প্রভাব পড়বে না।

  • Link to this news (এই সময়)