• কিশোরীকে গাড়িতে তুলে ২ ঘণ্টা ধরে গণধর্ষণ, ইউটিউবার গ্রেপ্তার, অভিযুক্ত পুলিশকর্মী পলাতক
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • রাস্তা থেকে ১৪ বছরের কিশোরীকে গাড়িতে তুলে চলল নারকীয় নির্যাতন। ২ ঘণ্টা ধরে গণধর্ষণের পরে তাকে ছুড়ে ফেলে দেওয়া হয় বাড়ির কাছে। চলতি সপ্তাহের শুরুতে উত্তরপ্রদেশের কানপুরের সাচেন্দি থানা এলাকায় ঘটেছে এমনই নৃশংস ঘটনা। অভিযোগের আঙুল উঠেছে এক ইউটিউবার এবং এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও পলাতক পুলিশকর্মী।

    পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০টার দিকে সাচেন্দি থেকে একটি গাড়িতে করে ওই কিশোরীকে অপহরণ করে রেললাইনের কাছে একটি নির্জন স্থানে নিয়ে যায় দুই অভিযুক্ত। যেখানে তাকে প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। অত্যাচারে জ্ঞান হারায় নির্যাতিতা। তার পরে অভিযুক্তরা তাকে অজ্ঞান অবস্থায় বাড়ির কাছে ফেলে চলে যায়। নির্যাতিতাকে উদ্ধার করেন স্থানীয় ও তার পরিবারের মানুষ।

    পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, নির্যাতিতার বয়ান অনুযায়ী অভিযুক্তরা হলেন বিথুর পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর অমিতকুমার মৌর্য এবং ইউটিউবার শিববরণ যাদব। বিথুর পুলিশ স্টেশনের SI হওয়া সত্ত্বেও ঘটনার দিন সাচেন্দি থানা এলাকায় ছিলেন অমিতকুমার মৌর্য। তাঁরই গাড়িতে তুলে কিশোরীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। গাড়িটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। চারটি পৃথক পৃথক দল গড়ে ওই পলাতক সাব-ইন্সপেক্টরের খোঁজ করা হচ্ছে।

    নির্যাতিতার পরিবার স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত পুলিশকর্মীকে আড়াল করার চেষ্টার অভিযোগ তুলেছে। তাদের দাবি, পুলিশকর্মীর জড়িত থাকার কথা শুনেই প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ। নির্যাতিতার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়। তদন্তে গাফিলতির এই খবর সামনে আসতেই তৎপর হয় পুলিশ প্রশাসন।

    পুলিশ কমিশনার রঘুবীর লালের নির্দেশে ডেপুটি কমিশনার (পশ্চিম) দীনেশচন্দ্র ত্রিপাঠীকে অপসারণ করা হয়। বরখাস্ত করা হয় সাচেন্দির এসএইচও বিক্রম সিংকেও। বর্তমানে সাচেন্দি থানার দায়িত্বে রয়েছেন দীননাথ মিশ্র। আপাতত তদন্তে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত ডিসিপি (পশ্চিম) কপিলদেব সিং।

  • Link to this news (এই সময়)