• দেশকে বাঁচাতে লড়ছিলেন কার্গিল যুদ্ধে, SIR শুনানিতে হাজির প্রাক্তন সেনাকর্মী অনুপম সিংহ
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • এক সময়ে পাহারা দিয়েছেন দেশের সীমান্তে। ১৯৯৯ সালে দেশকে বাঁচাতে লড়ছিলেন কার্গিল যুদ্ধেও। দেশের সেবায় নিয়োজিত প্রাক্তন সেনাকর্মী অনুপম সিংহের (৪৮) ডাক পড়ল SIR শুনানিতে। বুধবার মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে হাজিরা দিলেন তিনি।

    সূত্রের খবর, অনুপম বর্তমানে মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকার বাসিন্দা। তাঁর আদি বাড়ি চন্দ্রকোনা ২ ব্লকের কেঁচকাপুর গ্রামে। ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। এর পর ২০২০ সালে অনুপম যোগ দেন মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের (পঞ্চায়েত) CA পদে। তা সত্ত্বেও অনুপমের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়।

    অনুপম জানিয়েছেন, তাঁর বাবা মারা গিয়েছেন প্রায় ৪২ বছর আগে। ২০০২ সালের তালিকায় নাম নেই তাঁর মায়েরও। সেই সময়ে তিনি কার্গিলে মোতায়েন ছিলেন। ফলে অনুপমের নিজের বা তাঁর পরিবারের নাম তোলা সম্ভব হয়নি।

    অনুপম সিংহ বলেন, ‘২০০২ সালের শুনানির সময়ে আমি দেশের সেবায় নিয়োজিত ছিলাম। সেই কারণেই ভোটার তালিকায় নাম তোলা সম্ভব হয়নি। অবসরের পরে মেদিনীপুরে ফিরে নাম তুলেছি। বুধবার SIR-এর শুনানি। প্রয়োজনীয় যাবতীয় প্রমাণপত্র নিয়ে এসেছি। সেনাকর্মী হিসেবে কাজ করার প্রমানপত্রও নিয়ে এসেছি।’

  • Link to this news (এই সময়)