Breaking: উত্তর ২৪ পরগনার বারাসতে SIR-এর শুনানির লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রমজান আলি (৩৮)। বৃহস্পতিবার সকালে বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসে হাজির হয়েছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, রমজান মধ্যমগ্রাম বিধানসভার রহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দা।
জানা গিয়েছে, এ দিন সকাল থেকেই বিডিও অফিসে SIR-এর শুনানির কাজ চলছিল। বেশ কিছু নথি সংক্রান্ত সমস্যার জন্যে রমজান আলিকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। সঙ্গে তাঁর পরিবারের লোকজন ছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই অসুস্থ পড়ে যান রমজান। প্রাথমিক ভাবে, তাঁর মুখে-চোখে জল দেওয়া হয়। কিছুটা সুস্থ হয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এর কিছুক্ষণ পরে ফের অসুস্থ হয়ে পড়েন। কাছেই একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
খবর পেয়েই মৃত ওই যুবকের বাড়ি পৌঁছন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ-সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, এই নিয়ে SIR-এর কারণে রাজ্যে প্রায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হলো। কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের অমানবিক আচরণের নিন্দা করেন তিনি।
মৃতের এক আত্মীয় বলেন, ‘আজকে ওকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। ওখানে গিয়ে অসুস্থ হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। ওর মধ্যে একটা আতঙ্ক ছিল। হিয়ারিংয়ে ডাকার পর থেকেই ভয় ছিল।’