• দেশের সেবায় থাকায় নাম নেই, শুনানিতে বললেন সেনা
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দেশের সেবায় দীর্ঘদিন নিয়োজিত থাকার এক অনন্য নজির সামনে এল মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে। বুধবার এসআইআর সংক্রান্ত শুনানিতে হাজির হলেন কার্গিল যুদ্ধের বীর সেনা, অবসরপ্রাপ্ত নায়েক অনুপম সিংহ। ১৯৯৯ সালের ঐতিহাসিক কার্গিল যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি পেয়েছেন ‘অপারেশন বিজয় মেডেল’।

    বর্তমানে অনুপম সিংহ মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত)-এর সিএ পদে কর্মরত। তাঁর বর্তমান ঠিকানা মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকা। ভোটার তালিকা অনুযায়ী, ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভার অন্তর্গত ১৬৩ নম্বর সরস্বতী বিদ্যামন্দির বুথে ৯৯৪ সিরিয়ালে তাঁর নাম নথিভুক্ত রয়েছে। তাঁর আদি বাড়ি চন্দ্রকোনা–২ ব্লকের কেঁচকাপুর গ্রামে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, অনুপমের বাবা প্রায় ৪২ বছর আগে প্রয়াত হন। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর মায়ের নামও অন্তর্ভুক্ত ছিল না। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করা অনুপম ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেন। সেনা জীবন শেষে ২০২০ সাল থেকে তিনি মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে কর্মরত রয়েছেন।

    শুনানিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে অনুপম সিংহ জানান, ২০০২ সালের সময় তিনি দেশের সেবায় নিয়োজিত ছিলেন এবং কার্গিল অঞ্চলের ব্যাটালিক সেক্টরে কর্মরত অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। সেই কারণে ওই সময় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা সম্ভব হয়নি। অবসর গ্রহণের পর মেদিনীপুরে ফিরে এসে তিনি নিয়ম মেনে ভোটার তালিকায় নাম তুলেছেন।

    তিনি আরও বলেন, “শুনানির জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছিল। তাই আজ সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হয়েছি। সেনাবাহিনীতে কর্মরত থাকার প্রমাণপত্রও সঙ্গে এনেছিলাম। কর্তৃপক্ষ পিপিও এবং স্কুল সার্টিফিকেট গ্রহণ করেছেন। এতে কোনও সমস্যা নেই। দেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় নথি দিয়ে সহযোগিতা করাই আমার কর্তব্য।”

    কার্গিল যুদ্ধের এক প্রাক্তন সেনার এদিনের উপস্থিতি ও তাঁর বক্তব্য শুনানিতে উপস্থিত আধিকারিকদের কাছেও বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। দেশের সেবায় জীবন উৎসর্গ করা সৈনিকের নাগরিক দায়িত্ব পালনের এই ছবি নতুন করে নজর কাড়ে।

    এসআইআর এর শুনানিতে এখনও পর্যন্ত বেশ কয়েকজন স্বনামধন্য ব্যক্তির ডাক পড়েছে। অভিনেতা দেব, ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ শামি, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিনেতা কৌশিক ব্যানার্জি এবং তাঁর স্ত্রী লাবনী সরকার, কবি জয় গোস্বামীর মতো ব্যক্তিত্বকে শুনানিতে ডাকা হয়েছে।
  • Link to this news (আজকাল)