• যদি বিজেপি অফিসে অভিযান চালাই, হুমকি মমতার
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি-র তল্লাশিতে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার অভিযানের মাঝেই দুপুর ১২টা নাগাদ প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই ইডি-র ভূমিকায় সরব হন তিনি। মিনিট তিনেক সেখানে থেকে সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে অমিত শাহ ও স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করেন মমতা। সঙ্গে চরম হুঙ্কারও দেন।

    "এটাই কি ইডি এবং অমিত শাহর ডিউটি?" শুরুতেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরই অমিত শাহকে নিশানায় করেন তিনি। কড়া ভাষায় মমতা ব্যানার্জি বলেন, "নটি হোম মিনিস্টার, ন্যাস্টি হোম মিনিস্টার, যিনি দেশকে রক্ষা করতে পারেন না। ওরা আমার দলের সব তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদি আমি বিজেপির দলীয় কার্যালয়ে তল্লাশি চালাই তাহলে কী হবে?"

    এসআইআর ইস্যুতেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। অভিযোগ তোলেন কমিশনের বিরুদ্ধে। দাবি করেন, "এসআইআর করে বাংলার মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। দু'কোটি মানুষের মধ্যে প্রায় দেড় কোটি মানুষকে শুনানিতে ডাকছে। ৫৪ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। কাউকে কিছু জিজ্ঞেস করছে না, শুধু হোয়াটস অ্যাপেই সব কাজ চালাচ্ছে।"

    পাশাপাশি বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা ব্যানার্জি। তাঁর দাবি, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে ইডি হানার মূল উদ্দেশ্য তৃণমূলের যাবতীয় গোপন নথি হাতিয়ে নেওয়া। দলের প্রার্থী তালিকা চুরি করতেই প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছে ইডি। 

    উল্লেখ্য, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী ছিলেন খালি হাতে। বেরনোর সময়ে তাঁর হাতে কিছু ফাইল, হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপ দেখা যায়।

     
  • Link to this news (আজকাল)