• আইপ্যাকে ইডি তল্লাশি, অমিত শাহকে চ্যালেঞ্জ তৃণমূলের
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ইডি-র সক্রিয়তা নিয়ে শুরু থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। নিশানা করেছেন বিজেপিকে। আইপ্যাকের সল্টলেকের অফিস প্রাঙ্গনে দাঁড়িয়ে রণং দেহি মূর্তিতে নিশানা করে মমতা ব্যানার্জি বলেছিলেন, "বাংলায় জিততে চাইলে গণতন্ত্রের লড়াইয়ে রাজনৈতিক ভাবে লড়াই করুক বিজেপি। কিন্তু বিজেপি গণতন্ত্রের হত্যাকারী দল। ইডি পার্টির কাগজপত্র নিয়ে চলে গিয়েছে সব। ওরা ফোন নিয়েছে, হার্ডডিস্ক নিয়েছে, কাগজপত্র সব নিয়ে চলে গিয়েছে, টেবিল খালি পড়ে আছে। বোঝা যাচ্ছে, বিজেপি গণতন্ত্রের হত্যাকারী দল। ওরা গায়ের জোরে, ফোর্সফুলি এসব করেছে। ওরা জোর করে বাংলাকে দখল করতে চাইছে। বাংলার মানুষ এর উত্তর দেবে।"

    এ দিন আগাগোড়াই মমতার আক্রমণের অভিমুখ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। সেই ধারা বজায় রইল তৃণমূলের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে। তৃণমূলের অভিযোগ, "যখন বিজেপি জানে যে তারা বাংলায় হারবে, তখন তারা ইডি-কে লেলিয়ে দেয়।"

    তৃণমূলের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে লেখা হয়েছে, 'যখন বিজেপি জানে যে তারা বাংলায় হারবে, তখন তারা ইডি-কে লেলিয়ে দেয়। এটাই আমিত শাহের রাজনীতি: ভয়, শক্তি এবং ফাইল। তাঁর মরিয়া অবস্থা ফাঁস হয়ে গিয়েছে। সাহস থাকলে জনগণের কাছে আসুন। রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করুন! কেন্দ্রীয় সংস্থাগুলোকে আপনার হাতের পুতুল হিসেবে ব্যবহার করে নয়। বাংলা ভয় পায় না। বাংলা দেখছে। এবং বাংলা জবাব দেবে।'




    কয়লা দুর্নীতির তদন্তে এ দিন ভোর থেকেই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়ি ও সল্টলেকে তাঁর অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। এরপরই দুপুরে প্রথমে প্রতীকের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ছিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। প্রায় মিনিট তিনেক পর বাইরে সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মমতা ব্যানার্জি। সেখান থেকেই তিনি চলে যান সল্টলেকে আইপ্যাকের অফিসে। এখানে তাঁর হাতে ল্যাপটপ, হার্ডডিস্ক দেখা যায়।

    মুখ্যমন্ত্রীর অভিযোগ, ইডি-র অভিয়ান আসলে তাঁর দলের রাজনৈতিক কৌশল ছিনতাই করা। কেন্দ্রীয় সংস্থার অভিযানের নেপথ্যে বিজেপিকে দায়ী করেন তিনি। দাবি করেন, ইডি'র অভিযান অগণতান্ত্রিক এবং অন্যায়।

    প্রায় চার ঘন্টা আইপ্যাকের অফিসে বসে থাকার পর বিকেল ৪.২০ মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে যান মমতা ব্যানার্জি। তিনি বলেন, "ইডি-র হামলার প্রত্যুত্তর জনগণ দেবেন, এটা আমার বিশ্বাস।"

     
  • Link to this news (আজকাল)