'আমি মনে করি এটা ক্রাইম', I-PAC অফিস থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা
আজ তক | ০৮ জানুয়ারি ২০২৬
তিনি আরও বলেন, , 'প্রধানমন্ত্রীকে বলছি, দয়া করে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন। আমাদের রাজনৈতিক সব নথি নিয়ে নিয়েছে। আমাদের অর্থনৈতিক নথি নিয়ে গিয়েছে। অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বাংলায় জিততে চান তো? তাহলে আসুন, ভোটে লড়ুন। আমি চুপচাপ আছি মানেই দুর্বল ভাববেন না। আমাদের সব কিছু চুরি করছে। আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দিই?'
তৃণমূলের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা ঘটনা ঘটানো হয়েছে। অনৈতিক উপায়ে বাংলা দখলের চেষ্টার চক্রান্ত করা হচ্ছে। গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে, বিজেপি এখন ইডিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জোর করে দলীয় নথি, অভ্যন্তরীণ কৌশল, প্রার্থী-সম্পর্কিত বিবরণ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার চেষ্টা করছে। অভিযানটি কর্তৃত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ইডি পরিচালিত করেছে। এটাও বৃহত্তম ষড়যন্ত্রের অংশ। মুখ্যমন্ত্রী ও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন, তিনি এই চক্রান্ত সফল হতে দেবেন না।'