• আই-প্যাক দপ্তরে ইডি হানায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন সেলিমের
    দৈনিক স্টেটসম্যান | ০৮ জানুয়ারি ২০২৬
  • কয়লা পাচার মামলার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে সল্টলেকে ভোটকুশলী সংস্থা আই-প্যাকের দপ্তর এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি। সেলিমের দাবি, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি শুরু হওয়ার পরপরই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। অভিযোগ, ইডির সামনে দিয়েই পুলিশকে ব্যবহার করে একাধিক নথি একটি গাড়িতে তোলা হয়, যা তৃণমূল কংগ্রেসের নামে নথিভুক্ত।

    সেলিমের প্রশ্ন, ইডির তল্লাশির সময়ে কী ভাবে মুখ্যমন্ত্রী নথি সরিয়ে নিয়ে যেতে পারেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ওই কাগজপত্র তাঁর দলের। কিন্তু সিপিআইএমের মতে, তা হলে সেই নথি একটি বেসরকারি সংস্থার দপ্তরে কেন ছিল, তা স্পষ্ট করা প্রয়োজন।

    আই-প্যাকের সঙ্গে কালো টাকার যোগ, ভোটার তালিকা সংশোধনে সংস্থার ভূমিকা এবং তল্লাশির আগাম খবর ফাঁস হওয়ার অভিযোগও তোলেন সেলিম। একই সঙ্গে তিনি ইডি ও রাজ্য সরকারের ভূমিকা—দু’পক্ষকেই রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করার অভিযোগ করেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)