মৃত বিএলও-র নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তাঁর বাড়ি পাকুরতলা এলাকায়। পেশায় তিনি একজন আশাকর্মী। ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন সম্পৃতা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এবং চিকিৎসকের পরামর্শও নিচ্ছিলেন।