আইপ্যাকের দপ্তরেও গেলেন মুখ্যমন্ত্রী, দপ্তর থেকে আনা একাধিক ফাইল রাখা হল মমতার গাড়িতে
দৈনিক স্টেটসম্যান | ০৮ জানুয়ারি ২০২৬
তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়িকে ঘিরে রেখেছে বিরাট পুলিশবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে প্রতীকের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। তার মধ্যেই দু’জায়গাতেই পৌঁছে গেলেন মমতা।
সল্টলেকে আইপ্যাক-এর দপ্তরে মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই পৌঁছে যান তৃণমূলের স্থানীয় নেতা-মন্ত্রীরা। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুও রয়েছেন। মমতা পৌঁছোনোর পরেই লিফট ধরে সোজা চলে যান সল্টলেক সেক্টর ফাইভের এই বহুতলের ১১ তলায়। সেখানে ওঠার জন্য ভিআইপি লিফটের পৃথক বন্দোবস্ত রয়েছে।
কিন্তু মমতাকে দেখা যায় ভবনের বেসমেন্ট দিয়ে সাধারণ লিফ্টেই তিনি ১১ তলায় পৌঁছেছেন। ঘড়ির কাঁটায় যখন দুপুর ১২টা ৪৪ মিনিট, তখন আইপ্যাক-এর দপ্তরে যান মুখ্যমন্ত্রী। বেলা ১টা পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাক-এর দপ্তরে।