ছত্তিশগড়ে সরকারি গুদামের ২৬ হাজার কুইন্টাল ধান উধাও! ‘ইঁদুর-উইপোকায় খেয়েছে’, দাবি আধিকারিকদের
প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুই ছাড়ে না ইঁদুর। গাঁজা হোক বা ধান! ক’দিন আগে ঝাঁড়খণ্ডে পুলিশি হেফাজতে থাকা ২০০ কেজি গাঁজা খেয়েছিল ইঁদুর। আদালতকে পুলিশই জানায় একথা। এবার ২৬ হাজার কুইন্টাল ধান উধাও হয়ে গেল ছত্তিশগড়ের সরকারি গুদাম থেকে! কর্তৃপক্ষের দাবি, এক্ষেত্রেও ভিলেনের নাম ইঁদুর, দোসর ইউপোকা। যদিও প্রশ্ন উঠছে, সরকারি গুদাম থেকে চুরি যায়নি তো বিপুল পরিমাণ ধান? বিজেপিশাসিত রাজ্যে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস।
ছত্তিশগড়ের কবর্ধা জেলার চারভাটা এবং বঘরায় সরকারি ধান সংগ্রহকেন্দ্র রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে সহায়ক মূল্যে ৭ লক্ষ ৯৯ হাজার কুইন্টাল ধান কেনা হয়েছিল। অভিযোগ, তার মধ্যে ২৬ হাজার কুইন্টাল ধানের কোনও হদিস পাওয়া যাচ্ছে না। শুধু চারভাটা কেন্দ্র থেকেই ২২ হাজার কুইন্টাল ধান গায়েব হয়েছে। যার বর্তমান বাজারদর সাত কোটি টাকা। বিষয়টি প্রকাশ্যে আসতেই সরকারি গুদাম থেকে ধান চুরি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
যদিও সরকারি ধান সংগ্রহকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা চুরির বিষয়টি মানতে নারাজ। তাদের দাবি, এই দুই গুদাম থেকে ধান চুরি হয়নি। বরং ধান খেয়ে নিয়েছে ইঁদুর এবং উইপোকা। পাশাপাশি তারা জানিয়েছেন, সরকারি গুদামগুলির অবস্থা ভালো নয়। সেখানে ইঁদুর এবং উইপোকার দাপটে ধান নষ্ট হচ্ছে। অর্থাৎ কিনা চুরির অভিযোগ খণ্ডন করে ইঁদুর এবং উইপোকার উপরে ২৬ হাজার কুইন্টাল ধান গায়েবের দায় চাপিয়েছেন আধিকারিকরা। এই ঘটনায় আসরে নেমেছে কংগ্রেস। তারা ইঁদুর ধরার খাঁচা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ধান গায়েবের নেপথ্যে আসলে কে? প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি।