• ইন্দোর, গান্ধীনগরের পর নয়ডা, ফের বিজেপি শাসিত রাজ্যে পানীয় জলে বিষক্রিয়া, অসুস্থ অন্তত ৩০
    প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোরে পুরসভার পানীয় জল খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক। গান্ধীনগরেও দূষিত জল পান করে অসুস্থ বহু মানুষ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। তার মধ্যেই এবার বিজেপি শাসিত নয়ডায় পানীয় জলে  বিষক্রিয়ার অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যু না হলেও অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩০ জন।

    জানা গিয়েছে, গ্রেটার নয়ডার ডেলটা সেক্টর ১-এ পুরসভার জল পান করে একসঙ্গে অন্তত ৩০ জন অুসুস্থ হয়ে পড়েছেন। প্রত্যেকেরই বমি, জ্বর, পেটে ব্যথা এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, পুরসভার নলবাহিত জলে দূষিত নালার জল মিশ্রিত হওয়ার ফলেই তাতে বিষক্রিয়া হয়েছে। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (জিএনআইডিএ)। বুধবার এলাকয় একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। চিকিৎসক নারায়ণ কিশোর বলেন, “চিকিৎসকরা ৩০ জন আক্রান্তের সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে পাঁচ-ছ’জনকে ওষুধ দেওয়া হয়েছে।বাকিদের ওআরএস পানের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রয়োজনে আমরা আগামিকাল আরও একটি ক্যাম্পের আয়োজন করব।”

    সম্প্রতি, ভারতের পরিচ্ছন্নতম শহর ইন্দোরে নলবাহিত জল পান করে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনায় হুলস্থূল পড়ে গিয়েছে গোটা দেশে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ২০০-রও বেশি মানুষ। এই পরিস্থিতিতে আতঙ্কে চড়া দামে পানীয় জল কিনতে বাধ্য হচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। দূষিত জল পান করে গুজরাটের রাজধানী গান্ধীনগরে ১০০ জনেরও বেশি টাইফয়েডে আক্রান্ত। এই পরিস্থিতিতে এবার নয়ডায় পানীয় জলে বিষক্রিয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
  • Link to this news (প্রতিদিন)