সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ভোটকুশলী সংস্থা আই-প্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানার প্রতিবাদ। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ প্রতিটি ব্লক ও ওয়ার্ডে মিছিলের ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর হুঙ্কার, “বিজেপির ডাকাতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে এই লড়াই। বিকেল ৪টেয় প্রতিবাদ মিছিল করা হবে।”
বৃহস্পতিবার সকাল থেকে আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈন ও সল্টলেকে সংস্থাটির অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বেলা ১১টার পর প্রথমে প্রতীকের লাউডন স্ট্রীটের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে যান সংস্থার দপ্তরেরও। মমতার অভিযোগ, ইডি তাঁর দলের আইটি সেলের অফিসে হানা দিয়ে সমস্ত তথ্য, প্রার্থী তালিকা, ভোটের রণকৌশল চুরি করেছে। বিজেপি এই কাজ করাচ্ছে। এই ধরনের কাজ প্রতিহিংসার রাজনীতি। এই ঘটনা গণতন্ত্রের হত্যা।
দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, “এই ঘটনায় বিকেলে ব্লকে, ওয়ার্ডে প্রতিবাদ মিছিল হবে। যাঁরা এসআইআরের কাজ করছেন (বিএলএরা) তাঁরা ছাড়া সবাই মিছিলে যোগ দেবে। তৃণমূলের উপর বিজেপির এই আক্রমণ, বিজেপির লুট, ডাকাতির বিরুদ্ধে মিছিল করা হবে।” তাঁর আরও হুঙ্কার, “যদি ক্ষমতা থাকে সামনাসামনি লড়াই করুক। ভোটার নাম বাদ দিয়ে, ডেটা চুরি করে, বাংলার মানুষের উপর অত্যাচার করে তোমরা টিকে থাকবে বলে ভেবে থাকো, তাহলে জেনে রাখো বাংলা অশান্ত হলে, পুরো দেশ অশান্ত হয়ে উঠবে।” এদিকে সল্টলেকের দপ্তরে প্রতীক জৈন না পৌঁছনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আই-প্যাকের অফিসেই থাকবেন বলে জানিয়েছেন।
মমতার আরও অভিযোগ, “ফরেনসিককে ব্যবহার করে ল্যাপটপ থেকে দলের নথি, রণকৌশল চুরি করা হয়েছে। এটা ক্রাইম।” সল্টলেক আইপ্যাকের অফিসে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে এফআইআর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।