• তাঁকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের অতীত জানেন?
    প্রতিদিন | ০৮ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক জৈন। রাজ্য রাজনীতিতে এতদিন তিনি ‘মেঘনাদে’র ভূমিকায় কাজ করেছেন। তৃণমূলের নির্বাচনী কৌশল তৈরি থেকে সাংগঠনিক সিদ্ধান্ত সবেতেই তাঁর সংস্থার অবদান আছে। পরোক্ষে অবদান আছে প্রতীকেরও। এতদিন সবটাই হত আড়াল থেকে। কিন্তু বৃহস্পতিবারের পর একেবারে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ঘিরে রীতিমতো টানাপোড়েন চলল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইডির মধ্যে। প্রশ্ন হল, কে এই প্রতীক জৈন (Pratik Jain)? কীভাবে উত্থান তাঁর।

    আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা প্রতীক আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পড়েন। প্রতীক জৈনের লিঙ্কডইন প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে বম্বের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন তিনি। সেখান থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বি.টেক করেছেন তিনি। বি টেক করার পর কিছুদিন অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্নশিপ করেন তিনি। এরপরে ২০১২ সালে তথ্য ও প্রযুক্তি সংস্থা ডেলয়েটে কাজ শুরু করেন তিনি। সেখানে ১৫ মাস কাজ করেন তিনি।

    এরপরই রাজনীতি নিয়ে কাজ শুরু। ২০১৩ সালে সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স নামের একটি সংস্থা তৈরি করেন তিনি। ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত কাজ করেন। সংস্থাটি কাজ করত গুজরাটে। সেসময় প্রশান্ত কিশোরের সঙ্গে পরিচয় হয় তাঁর। এই প্রশান্ত কিশোরকে মুখ করেই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেন প্রতীক। সরকারিভাবে প্রতীকের সঙ্গে আই-প্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল ও ঋষিরাজ সিং। ২০১৫ থেকেই প্রতীকের সংস্থা আই-প্যাক বিভিন্ন রাজ্যে ভোটকুশলী হিসাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে বিহার, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং বাংলা। বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে। এখনও বাংলায় তৃণমূলের পরামর্শদাতা হিসাবে কাজ করছেন প্রতীক। ততদিন প্রশান্ত কিশোর আই প্যাকের সঙ্গে যুক্ত ছিলেন ততদিন সেভাবে ফোকাসে ছিলেন না প্রতীক।

    বৃহস্পতিবার সকালেই প্রতীকের বাড়ি এবং সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, আই প্যাক কর্ণধারের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছেন তাঁরা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রতীক তাঁর দলের আইটি সেলের প্রধান। তাঁর কাছ থেকে তৃণমূলের ভোটের কৌশল চুরির লক্ষ্যেই হানা ইডির।
  • Link to this news (প্রতিদিন)