• নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি, চাপা পড়ে মৃত্যু সাইকেল আরোহীর
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৬
  • পণ্য বোঝাই লরি উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাখনি মোড়ের কাছে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই সাইকেল আরোহীর। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

    স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ঘাতক লরিটি কলকাতা থেকে রাজনগরের দিকে যাচ্ছিল। মালপত্রে ঠাসা ছিল ওই লরিটি। পুলিশের প্রাথমিক অনুমান কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। সেই কারণেই চাপা পড়েন ওই সাইকেল আরোহী। ঘাতক লরির চালক পলাতক। লরিটিকে আটক করেছে বীরভূমের চন্দ্রপুর থানার পুলিশ।

    ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আনা হয় জেসিবি ও ক্রেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর কর্মীরাও। তাঁরা লরির নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করেন। পরে দেখা যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহটি চন্দ্রপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)