ভিন দেশে যে ভোটাররা রয়েছেন, SIR-এর শুনানিতে তাঁদের নিকট আত্মীয়কে হাজিরা হওয়ার সুযোগ দেওয়া হোক বা ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা হোক— এই মর্মে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল রাজ্যের CEO দপ্তর। সেই আবেদনে সাড়া দিল কমিশন। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ভিন দেশে থাকার কারণে যে ভোটারদের শুনানিতে সঠিক সময়ে হাজির হতে অসুবিধায় পড়তে হচ্ছে, তাঁদের নিকট আত্মীয়রা উপযুক্ত নথি-সহ শুনানিতে হাজির হতে পারবেন। তবে ভিন রাজ্যে থাকা ভোটারদের নিয়মে ছাড়ের কথা এই নির্দেশে কিছু উল্লেখ করা হয়নি।তাৎপর্যপূর্ণ ভাবে এই নির্দেশ এমন সময়ে জারি হয়েছে, যখন বিদেশে থাকা অর্মত্য সেনের হিয়ারিং এর নোটিস নিয়ে দেশ জুড়েই বিতর্ক চলছে।
খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি থাকায় ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। তবে উচ্চশিক্ষা বা কর্মসূত্রে অন্য দেশে থাকা রাজ্যের বাসিন্দাদের সঠিক সময়ে শুনানিতে উপস্থিত হতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে । সঠিক সময়ে শুনানিতে হাজিরা না দিলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে বলে আশঙ্কাও তৈরি হয়েছিল।
গত ৬ জানুয়ারি এই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সমস্যা মেটাতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, যে অনাবাসী ভোটাররা আসতে পারছে না, তাঁদের অনুমোদিত নিকট আত্মীয় শুনানিতে হাজির হতে পারবেন। সেক্ষেত্রে ওই নিকট আত্মীয়ের সঙ্গে ভোটারের সম্পর্কের প্রমাণপত্র নিয়ে আসতে হবে। এর পাশাপাশি ভোটারের শুনানির জন্য কমিশন নির্দেশিত নথি সেই নিকট আত্মীয় নিয়ে আসতে পারবেন।
সম্প্রতি নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিস পাঠানো নিয়েও বিতর্ক শুরু হয়েছে। খসড়া ভোটার তালিকা অনুযায়ী অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মা অমিত সেনের বয়সের পার্থক্য ১৫ বছরের কম, সাধারণ ভাবে যা প্রত্যাশিত নয়। ‘লজিক্যাল ডিস্ক্রিপেন্সি’র জন্য শুনানির নোটিস পাঠানো হয়। অমর্ত্য সেন নিজে বিদেশে থাকায় তাঁকে শুনানিতে হাজিরা হতে হবে কি না তা নিয়ে জল্পনা ছিল।
উল্লেখ্য, ‘যুক্তিগ্রাহ্য অসঙ্গতি’ থাকার কারণে প্রাথমিক ভাবে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হবে বলে জানানো হয়েছিল। এর পরে প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে স্ক্রুটিনি করার পরে বেশ কিছু নাম বাদ যায়। এখনও পর্যন্ত ৯৪.৪৯ লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হবে বলে জানা গিয়েছে। যার মধ্যে প্রচুর ভোটার ভিন রাজ্য বা দেশে রয়েছে বলে খবর।