• পিক আপ ভ্যানের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৬
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। পিক আপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ওই যুবকের। আজ বৃহস্পতিবার বিকেলে খাতড়া-রানিবাঁধ রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনা ঘটেছে।

    খাতড়া থানার অন্তর্গত সাহেববাঁধ মোড় ও কেচন্দা হাই স্কুলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে মোটরবাইক থেকে ছিটকে পড়েন চালক। ঠিক সেই সময়ে তাঁর গায়ের উপর এসে পড়ে পিকআপ ভ্যানটি। সেটির চাকা ওই বাইক চালকের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    ওই বাইকে আরও একজন আরোহী ছিলেন। তাঁর মাথায় হেলমেট থাকায় তিনি আঘাত পেলেও প্রাণে বেঁচে গিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে খাতড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত যুবককে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ুদ্ধার করা হয় মৃত চালকের দেহও। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার পরে পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। পুলিশ ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে। যে বাইকটিতে ধাক্কা লেগেছে, সেটিতে ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো। মৃত ও আহত যুবক ঝা়ড়খণ্ডের বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে, তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

  • Link to this news (এই সময়)