মালদহে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে খেলেন অভিষেক, মেনু কী
আজকাল | ০৯ জানুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহের জলঙ্গাতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মঞ্চে হাজির বাংলাদেশে পুশব্যাক হওয়া কালিয়াচকের জালালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখ, দিল্লিতে হেনস্থা হওয়া চাঁচলের বাসিন্দা সাজনুর বিবি-সহ একাধিক পরিযায়ী শ্রমিক। ছিলেন ভিনরাজ্যে হেনস্থা হওয়া মুর্শিদাবাদের অন্যান্য শ্রমিকরাও। তাঁদের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। এরপরেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। সভাস্থলের পাশেই খাবারের জায়গা বানানো হয়েছিল।
খাবারের মেনুতে ছিল পুরোদস্তুর বাঙালিয়ানা। সকলের পাতে পড়ল গরম ভাত, শুক্তো, ডাল এবং বেগুনি। এরপরেই দেওয়া হয় আলু-ফুলকপির ডালনা, মাছের ঝোল। শেষপাতে চাটনি, পাপড় এবং মিষ্টি।
ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় পুরাতন মালদহের সভা থেকে সরব হন অভিষেক। তিনি বলেন, “পরিযায়ী শ্রমিকদের উপরে ধারাবাহিক অত্যাচার, অবহেলা, বঞ্চনার কথা শুনেছি, দেখেছি। রাজ্য সরকার পোর্টাল খুলে আইনি সহায়তার ব্যবস্থা করেছে। মঞ্চের মানুষগুলি নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন। বিজেপির সাংসদ খগেন মুর্মুর এলাকার মানুষ আক্রান্ত হয়েছেন।” সাংসদ আক্রান্তদের কোনও খোঁজ নেননি বলে খগেনকে আক্রমণ করেন অভিষেক।
এদিনের সভা থেকে দক্ষিণ মালদহের সাংসদ ইশা খানকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “কংগ্রেস শাসিত রাজ্যেও বাংলার শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন। মালদহের দক্ষিণের সাংসদ কংগ্রেসের। ক’টা মানুষের পাশে দাড়িয়েছেন। ইশা খান চৌধুরী দপ্তরে ফোন করে কখনও বলেছেন মানুষের উপরে অত্যাচার হচ্ছে? ফোন করেননি। পাশে দাঁড়িয়েছে তৃণমূল।”
সভা থেকে ডায়মন্ড হারবারের মতো নিজের হেল্পলাইন নম্বর চালু করলেন অভিষেক। তিনি বলেন, “৭৮৮৭৭৭৮৮৭৭ এটা আমার হেল্প লাইন নম্বর। ডায়মন্ড হারবারের হেল্পলাইনের নম্বর মালদহের জন্য খুলে দিলাম। মালদহও আমার পরিবার। প্রতিটি বিধানসভা আমার বৃহত্তর পরিবার।”
আগামী ১৭ জানুয়ারি পুরাতন মালদহের বাইপাসে সভার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহের সভা থেকে প্রধানমন্ত্রীর মাঠেই পাল্টা সভা করার হুঁশিয়ারি দিলেন অভিষেক। তিনি বলেন, “মালদহে ১২-০ করতে হবে। বিজয় মিছিলে আমি থাকব। ফেব্রুয়ারি মাসে আমি সভা করব। শুনেছি প্রধানমন্ত্রী ১৭ জানুয়ারি মালদহে আসছেন। সে মাঠেই মিটিং হবে। সে দিন ট্রেলার দেখাব। আর সিনেমা ২০২৬ সালে হবে।”