• SIR-এ ম্যাপিংয়ে নাম নেই কান্তির, বাড়ি গিয়ে পরিচয়পত্র-নথি পরীক্ষা BLO-র
    আজ তক | ০৯ জানুয়ারি ২০২৬
  • SIR প্রক্রিয়ায় ভোটার তালিকার ম্যাপিং এ নাম নেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র নিতে যান রায়দিঘি বিধানসভার ২২১ নং বুথের BLO কবিতা দাশগুপ্ত।

    জানা গিয়েছে, SIR প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকার তথ্য যাচাইয়ের সময় দেখা যায়, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়েরর নাম ম্যাপিংয়ে উঠে আসেনি। সেই কারণেই নিয়ম মেনে BLO-র তরফে নথি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে পরিচয়পত্র, বেশ কিছু নথি-সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে।

    SIR প্রক্রিয়ায় প্রাক্তন মন্ত্রীর নাম না আসায় তিনি বলেন- এই ঘটনায় আমি বিব্রত হচ্ছি না প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে। তবে SIR-এর জন্য আরেকটু সময় বেশি হলে ভালো হত। ভোটার তালিকায় নাম না ওঠায় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

    অন্যদিকে রায়দিঘি বিধানসভার ২২১ নম্বর বুথের BLO কবিতা দাশগুপ্ত বলেন- ম্যাপিং এর সময় প্রাক্তন মন্ত্রীর নামে কোনও তথ্য পাওয়া যাচ্ছিল না, তাই প্রয়োজনীয় নথিপত্র নিতে এসেছিলাম। নথি যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

    এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, এটি সম্পূর্ণরূপে একটি প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রক্রিয়ার অংশ এবং এটা অস্বাভাবিক কোনও বিষয় নেই।
  • Link to this news (আজ তক)