এসআইআর: খসড়া তালিকায় পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বাদ সাড়ে ৬ কোটি ভোটার
দৈনিক স্টেটসম্যান | ০৯ জানুয়ারি ২০২৬
বিহারের পর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়, গোয়া, গুজরাত ও মধ্যপ্রদেশে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে। ৪ নভেম্বর থেকে এই সব রাজ্য ও অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়। পরে কয়েকটি রাজ্যকে বাড়তি সময়ও দেয় নির্বাচন কমিশন। হত ৬ জানুয়ারি উত্তরপ্রদেশেখসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে। সেখানে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় নেই, যা রাজ্যের মোট ভোটারের প্রায় ১৮.৭ শতাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভোটার ছিলেন ১৫ কোটি ৪৪ লক্ষ। এনুমারেশন শেষে খসড়া তালিকায় নাম রয়েছে ১২ কোটি ৫৫ লক্ষের।
অন্যদিকে পশ্চিমবঙ্গে খসড়া তালিকায় প্রায় ৭.৬ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে। সংখ্যার হিসাবে তা ৫৮ লক্ষ ২০ হাজারের কিছু বেশি। এসআইআর প্রক্রিয়ায় এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।