মোবাইল চোর সন্দেহে যুবককে মারধর, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রহস্যমৃত্যু
প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৬
অরিজিৎ গুপ্ত, হাওড়া: মোবাইল চোর সন্দেহে মারধর! পুলিশ দ্রুত উদ্ধার করে পাঠায় হাসপাতালে। সেখান থেকে ছাড়াও পায় যুবক। নিয়ে আসা হয় থানায়। তারপর ফের অসুস্থ। তাতেই মৃত্যু। হাওড়ায় রহস্যজনক মৃত্যু যুবকের। কীভাবে মারা গেলেন যুবক তা নিয়ে ধোঁয়াশা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত যুবকের নাম শেখ আলাউদ্দিন। বয়স ৩১ বছর। বৃহস্পতিবার সকালে আন্দুলের মিশ্রপাড়ায় শেখ আলাউদ্দিনকে মোবাইল চোর সন্দেহে কিছু ব্যক্তি মারধর করেন। খবর যায় এজেসি বোস বি গার্ডেন থানায়। পুলিশ ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। পুলিশ তদন্তের স্বার্থে আলাউদ্দিনকে আটক করে বি গার্ডেন থানায় নিয়ে যায়। সেখানে কিছুক্ষন আটক থাকার পর ফের অসুস্থ হয়ে পড়ে আলাউদ্দিন। তখনই যুবককে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
যুবকের মৃত্যুর খবর পেয়েই এদিন বি গার্ডেন থানা ও হাওড়ার পুলিশ মর্গে যান হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। হাসপাতাল থেকে ওই যুবক ছাড়া পাওয়ার পরও ফের থানায় গিয়ে অসুস্থ হয়ে কেন মৃত্যু হল তা খতিয়ে দেখছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। চোর সন্দেহে যাঁরা ওই যুবককে মারধর করেছিলেন এদিন তাঁদের ডেকেও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বৃহস্পতিবার হাওড়া মর্গে দাঁড়িয়ে শেখ আলাউদ্দিনের বাবা শেখ আমিনুদ্দিন বললেন, “ছেলে প্রচুর নেশা করতো। ক্যানসার আক্রান্ত ছিল। আন্দুলের মিশ্রপাড়ায় কী ঘটেছে আমি জানি না। অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ ওঁকে থানায় নিয়ে যায়। তারপর হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে আমরা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করছি না।”