• কেরলে কংগ্রেস জোট ক্ষমতায় এলে স্বরাষ্ট্র দপ্তর পাবে জামাত, সিপিএম নেতার মন্তব্যে বিতর্ক
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: ‘কংগ্রেস নেতৃত্বাধীন জোট (ইউডিএফ) ক্ষমতায় এলে স্বরাষ্ট্র দপ্তর পাবে জামাত-ই-ইসলামি হিন্দ।’ কেরলে সিপিএম নেতা একে বালানের এহেন মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। পালটা আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। প্রাক্তন বিধায়ককে আইনি নোটিস ধরিয়েছে জামাত-ই-ইসলামি হিন্দ। 

    সম্প্রতি পালাক্কড়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বালান বলেন, ‘যদি ইউডিএফ কোনওভাবে ক্ষমতায় আসে, তবে বিজেপি ২ দিনে তাদের শেষ করে দেবে। বিষয়টি মালয়ালিদের জন্য ভয়ংকর।’ এরপরেই ক্ষমতায় এসে জামাত-ই-ইসলামি হিন্দ স্বরাষ্ট্র দপ্তর সামলাবে বলেও মন্তব্য করেন তিনি। উসকে দেন রাজ্যজুড়ে দাঙ্গার আশঙ্কাও। বালানের এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক মহলে। কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীশনের অভিযোগ, বিভেদের রাজনীতি করছেন বালান। গোটা দেশে সংঘ পরিবার যা করেছে, সেই সুরেই কথা বলছেন তিনি। সিপিএমের শীর্ষ নেতৃত্বও বিষয়টি ভালোমতো জানে। কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের অভিযোগ, ‘ভোটে হারের পর থেকেই বিভেদের রাজনীতিতে মেতে উঠেছে সিপিএম। সমাজে বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বালান জেনে বুঝেই এই মন্তব্য করেছেন।’ একই অভিযোগ জামাত-ই-ইসলামিরও। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মুসলিম সংগঠনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে।’ বালানকে আইনি নোটিসও পাঠিয়েছে তারা। জানিয়েছে, মন্তব্য প্রত্যাহার না করলে বালানের বিরুদ্ধে মামলা করে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে। বিজেপি অবশ্য জামাতের সঙ্গে জোট করা নিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। বাংলাদেশের হিংসায় জামাতের ভূমিকার প্রসঙ্গ তুলে বিজেপি নেতৃত্বের বক্তব্য, এটা ভয়ংকর কাজ। কারণ, জামাত কোনও সাধারণ সংগঠন নয়।
  • Link to this news (বর্তমান)