• ইন্দোরের পর এবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা, বিষ-জলে অসুস্থ বহু, দায় ঝাড়ার চেষ্টা বিজেপি সাংসদের
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ইন্দোরের পর এবার যোগীরাজ্যের গ্রেটার নয়ডা। ফের দূষিত জল পান করে অসুস্থ বহু বাসিন্দা। অভিযোগ, পানীয় জলের পাইপে নিকাশি নালার জল মিশে যাওয়ার কারণেই ডেলটা ১ সেক্টরে এই বিপত্তি। যদিও গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির পাল্টা দাবি, পানীয়ের জল পরীক্ষা করা হয়েছে। তাতে কোনও সমস্যা নেই। প্রশাসনের এই তত্ত্ব মানতে চাননি রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা স্থানীয় বাসিন্দা ঋষিপাল ভাটি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, পানীয়ের পাইপলাইনে লিকেজ রয়েছে। তার সঙ্গে নিকাশির জল মিশে যাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।  তিনি আরও জানিয়েছেন, দূষিত জল পান করার পর ৬-৭টি পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। বমি, জ্বর, পেটের সমস্যার মতো নানা উপসর্গ দেখা দিয়েছে। অন্যান্য ব্লকেও এর আগে একই সমস্যা দেখা দিয়েছিল। বেটা ১ সেক্টরের বাসিন্দা হরেন্দ্র ভাটি জানিয়েছেন, নিকাশির বেহাল অবস্থার কারণে নোংরা জল নালা উপচে ঘরে ঢুকে পড়ছে। 

    বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে ২০ জনের মৃত্যু হয়েছে। তারপরই আরও এক ডাবল ইঞ্জিন রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকা গ্রেটার নয়ডার মানুষ অসুস্থ হয়ে পড়ায় তুমুল আতঙ্ক তৈরি হয়েছে। এরমধ্যে খান্ডোয়ার বিজেপি সাংসদ জ্ঞানেশ্বর পাতিল এধরনের ঘটনায় সাধারণ মানুষের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করেছেন।  তাঁর বক্তব্য, ইন্দোরের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। সরকার বা প্রশাসনের উপর সবকিছু ছেড়ে দিলে হবে না। সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে। বারবার বলছি, জলের ট্যাঙ্ক ও অন্যান্য উৎসকে পরিষ্কার রাখতে হবে। তাঁর এই মন্তব্যে নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তা। বলেন, নিকাশির নালা পরিষ্কার, হাসপাতালে মেয়াদ ফুরনো ওষুধ বিক্রি হচ্ছে কি না—সবটাই এখন তাহলে সাধারণ মানুষকেই দেখতে হবে!এমন হলে সরকার করদাতাদের অর্থ ফেরত দিয়ে দিক। প্রশাসন ট্যাক্স নিচেছ কেন? সাংসদের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও কটাক্ষ করেছেন তিনি।    
  • Link to this news (বর্তমান)