• মেডিকেল কলেজ বন্ধ করা নিয়ে এনসি ও বিজেপি তরজা কাশ্মীরে
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • ফিরদৌস হাসান, শ্রীনগর: মেডিকেল কলেজ বন্ধ করা নিয়ে বচসায় জড়াল জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও বিজেপি। সম্প্রতি শ্রী মাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সে পড়ুয়া ভর্তিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। সূত্রের খবর, ওই শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ জন পড়ুয়াকে ভরতি নেওয়া হয়েছিল। পরে জানা যায়, তাঁদের মধ্যে ৪২ জন ইসলাম ধর্মাবলম্বী। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিক্ষোভ। পথে নামে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। মঙ্গলবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমবিবিএস কোর্স চালানোর অনুমতি প্রত্যাহার করে নেয় ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। তার পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। এনএমসি-র এই পদক্ষেপকে ‘অবিচার’ আখ্যা দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি জানান, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পড়ুয়াদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার ওমর বলেন, ‘নিটে উত্তীর্ণ হয়ে যোগ্যতার ভিত্তিতে ভরতি হয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের হেনস্তা করা উচিত নয়।’ এনসি সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার তোপ, অন্যায়ভাবে পড়ুয়াদের শাস্তি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত গোটা দেশের জন্য বড় ধাক্কা।

    ঘটনায় এনএমসির পাশে দাঁড়িয়েছে গেরুয়া শিবির। বুধবার জম্মু ও কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা জানান, তদন্তে একাধিক অনিয়মের হদিশ মিলেছে। তার ভিত্তিতেই লেটার অব পারমিশন প্রত্যাহার করা হয়। তাঁর কথায়, ‘পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। এর মাধ্যমে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইনের প্রতি মানুষের বিশ্বাস অটুট থাকবে।’
  • Link to this news (বর্তমান)