বালিকা বয়সে বিয়ে দেশের ২৩ শতাংশ মেয়ের, তথ্য কেন্দ্রের
বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের অন্তত ২৩ শতাংশ মহিলার বিয়ে হয়েছে ১৮ বছর পেরনোর আগেই। বৃহস্পতিবার এমনই উদ্বেগজনক তথ্য দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। একইসঙ্গে এদিন কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করেছে, ২০৩০ সালের মধ্যে সারা দেশকে বাল্য বিবাহ মুক্ত করা হবে। সেই লক্ষ্য পূরণে ২০২৬ সালে গোটা দেশে বাল্য বিবাহ অন্তত ১০ শতাংশ হ্রাস করার টার্গেট নেওয়া হয়েছে। তবে এপ্রসঙ্গেই পৃথকভাবে তিনটি রাজ্যের নামোল্লেখ করেছে কেন্দ্র, যেখানে অত্যন্ত বেশি মাত্রায় বাল্য বিবাহের ঘটনা ঘটছে। এর মধ্যে একটি হল পশ্চিমবঙ্গ। অন্য দু’টি রাজ্য হল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং বিহার। ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুসারে, ১৮ বছরের কম বয়সি স্ত্রীয়ের সঙ্গে যৌন সহবাস করলেই স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা সম্ভব। পাশাপাশি জানানো হয়েছে, ২০১২ সালের পকসো আইনেও এটি রীতিমতো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে গোটা দেশজুড়ে বাল্য বিবাহ মুক্ত অভিযান কর্মসূচি চালু করেছে কেন্দ্রীয় সরকার।