• প্রথম পর্বের জনগণনার কাজ শুরু ১ এপ্রিল, জারি বিজ্ঞপ্তি
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: চলতি বছরের ১ এপ্রিল থেকে সারা দেশে জনগণনার কাজ শুরু হতে চলেছে। প্রথম পর্বে বাড়িগুলির তালিকা তৈরি এবং গণনার কাজ হবে। এই কাজ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রথম পর্বের জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একমাস করে এই কাজ হবে। কোন রাজ্যে কবে কাজ হবে, তা ওই রাজ্যই ঠিক করে দেবে। রাজ্যগুলির দেওয়া সময় অনুসারে বাড়ি বাড়ি যাবেন জনগণনা কর্মীরা। এই প্রথম সেলফ ইমিউনারেশনের সুযোগ দেওয়া হচ্ছে দেশবাসীকে। জনগণনার কাজ শুরুর ঠিক ১৫ দিন আগে থেকে সেলফ ইমিউনারেশনের সুযোগ মিলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু’টি ধাপে জনগণনা হবে। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছ’মাস ধরে বাড়িগুলির তালিকা এবং গৃহগণনা হবে। আর ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হবে জনসংখ্যা গণনা। ব্রিটিশ আমলে সেই ১৮৮১ সালে প্রথমবার দেশে প্রথম জনগণনা হয়। এরপর থেকে প্রতি ১০ বছর অন্তর জনগণনা করা হয়। তবে করোনার কারণে ২০২১ সালে জনগণনা হয়নি। সেই কাজটাই শুরু হতে চলেছে এপ্রিলে। গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৭ সালের জনগণনার প্রস্তাব অনুমোদন করে। এই কাজের জন্য খরচ ধরা হয়েছে ১১ হাজার ৭১৮ কোটি ২০ লক্ষ টাকা। এবার জাতপাত ভিত্তিক গণনারও অনুমোদন দেওয়া হয়েছে।

    ৩০ লক্ষ কর্মী নীচু তলায় তথ্য সংগ্রহ করবেন। এটাই বিশ্বের বৃহত্তম প্রশাসনিক পরিসংখ্যান তৈরির কাজ। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রথম ডিজিটালি জনগণনা হতে চলেছে। নিখুঁত তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপের ব্যবহার করা হবে। কেন্দ্রীয় পোর্টালের সাহায্যে সেই তথ্যের উপর চলবে নজরদারি।   
  • Link to this news (বর্তমান)