• যোগীরাজ্যে গাড়িতে কিশোরীকে ধর্ষণ পুলিশকর্মী ও সাংবাদিকের
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • কানপুর: ফের যোগীরাজ্যে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা। এবার অভিযোগ উঠল স্বয়ং আইনরক্ষকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুরের সাচেন্ডি এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশকর্মী ছাড়াও ওই জঘন্য অপরাধে এক সাংবাদিকও জড়িত বলে অভিযোগ।

    সোমবার রাত দশটা। সপ্তম শ্রেণিতে স্কুল ছুট ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময় তাঁকে এসইউভিতে তুলে নেয় দুজন।  এভাবে অপহরণের পর  টানা দু’ঘণ্টা ধরে ওই কিশোরীকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়। তারপর অচৈতন্য অবস্থায় বাড়ির বাইরেই ফেলে যাওয়া হয়। নির্যাতিতার দাদা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তাঁর দাবি, মাঝরাতে বোনকে বাড়ির বাইরে ওইভাবে পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে ফোন করেন। তবে প্রথমে কোনও অভিযোগই পুলিশ নিতে চায়নি। জ্ঞান ফেরার পর নির্যাতিতা জানায়, তার অপহরণকারীদের মধ্যে ছিল একজন পুলিশের উর্দিধারীও। তারপরই স্থানীয় থানা পুরোপুরি তাঁদের এড়িয়ে যেতে থাকে। পরে মঙ্গলবার সকালে শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে দেখা করে নির্যাতিতার পরিবার অভিযোগ দায়ের করে। তদন্তে জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় সংবাদমাধ্যমের কর্মী শিববরণ। অন্যজন পুলিশকর্মী। তবে তার নাম খোলসা করা হয়নি। 

    ডিসিপি দীনেশ ত্রিপাঠী বলেন, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা হয়েছে। রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যথাযথ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত পুলিশকর্মীকেও গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। সম্পূর্ণ স্বচ্ছভাবেই তদন্ত হবে বলে তিনি নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করেছেন।
  • Link to this news (বর্তমান)