• শিশু-নারীকল্যাণে বেসরকারি অনুদানে জোর কেন্দ্রের
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নারী ও শিশু কল্যাণে বেসরকারি অনুদানে জোর দিচ্ছে মোদি সরকার। সেই মতো কর্পোরেট সংস্থা, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও), প্রবাসী ভারতীয়দের থেকে অনুদান আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও কোনও নগদ নয়। অনুদান সবই হবে ডিজিটাল লেনদেন। বা চেক। কর্পোরেট সংস্থাগুলিকে তার সিএসআর অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে অনুদান দিতে বলা হবে। নারী ও শিশু কল্যাণের অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি, শিশুদের পোষন কর্মসূচি, মিশন শক্তি, মিশন বাৎসল্যকে আরও সফল করতেই এই উদ্যোগ ব঩লে জানা গিয়েছে। 

    অনুদানকারীদের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহস্পতিবার ‘পঙ্খড়ি’ (বাংলা তজর্মায় পাপড়ি) নামে একটি পোর্টাল উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণাদেবী। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং মন্ত্রকের সচিব অনিল মালিক। মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, শৈশবের পরিচর্চা, শিক্ষা, সুরক্ষা, নারীশক্তির মতো বিষয়গুলিতে আরও জোর দিতেই একছাতার নীচে সব অনুদান আনার লক্ষ্যেই এই ডিজিটাল পোর্টাল চালু করা হল। একইসঙ্গে অনুদানের ক্ষেত্রে স্বচ্ছতাও থাকবে বলেই মন্তব্য করলেন মন্ত্রী অন্নপূর্ণাদেবী। কে অনুদান দিলেন, তাও বোঝা সহজ হবে।
  • Link to this news (বর্তমান)