• থানার ভিতরে মহিলা কনস্টেবলকে ধর্ষণ, ধৃত এসআই সহ চার
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • জয়পুর: থানার ভিতরে মহিলা কনস্টেবলকে ধর্ষণ। অভিযুক্ত সাব ইনসপেক্টর সহ চারজন। তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থানের চুরু জেলার ঘটনা। জানা গিয়েছে, সারদাশহর থানায় কর্মরত ছিলেন ওই মহিলা কনস্টেবল। সেই সময়ই চারজন মিলে তাঁকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। সিদ্ধমুখ থানায় মামলা দায়ের হয় ওই চারজনের বিরুদ্ধে। নির্যাতিতা অভিযোগ করেন চুরুরের এসপির কাছেও। অভিযুক্তদের মধ্যে রয়েছে এসআই সুভাষ, বাকি দু’জন পুলিশ কনস্টেবল রবীন্দ্র ও জয়বীর। এছাড়াও ভিক্কি নামের আরও একজন এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। সিদ্ধমুখ থানার এসএইচও ইমরান খান জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই নির্যাতিতা কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)