• দ্বিপাক্ষিক বৈঠক করতে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলাগাম আগ্রাসনের বিরুদ্ধে কি কৌশলে একজোট হচ্ছে বিশ্বশক্তি? অন্তত ইঙ্গিত সেরকমই মিলছে। কারণ এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার প্রভাবশালী সব দেশকে ট্রাম্প ক্রমেই শত্রুতে পরিণত করে ফেলছেন। আগামী সপ্তাহে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ ভারত সফরে আসছেন। তারপরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আসছেন দিল্লিতে। বৃহস্পতিবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ম্যাক্রোঁ দিল্লি আসছেন দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে।অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন সহ ইইউ নেতৃত্ব আসছেন সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে। জানা গিয়েছে, এ মাসেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি হবে। সব মিলিয়ে যেন দুই মেরুতে বিভাজিত হতে চলেছে আন্তর্জাতিক বিশ্ব। যার একদিকে ট্রাম্পের আমেরিকা, আর অন্যদিকে ট্রাম্প-বিরোধী শিবির। তবে, 

    এখানে সমস্যা একটাই— রাশিয়া বনাম ইউরোপ। কারণ, রাশিয়ার সঙ্গে কখনওই জোটে যেতে রাজি হবে না ইউরোপীয় ইউনিয়ন।
  • Link to this news (বর্তমান)