• ১২-০ করার ডাক অভিষেকের, কাউকে বাইরে যেতে হবে না, আশ্বাস শ্রমিকদের
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • সন্দীপন দত্ত, মালদহ: শুধুমাত্র বাংলায় কথা বলায় বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন সীমা ছাড়িয়েছে গত কয়েক মাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ীদের রাজ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন। চালু করেছেন বিশেষ প্রকল্প। এবার পরিযায়ীদের পাশে থেকে রাজ্যেই রোজগারের ব্যবস্থা করার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদহের মঙ্গলবাড়ি জলঙ্গা মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভয়বাণী, কয়েকটা মাস একটু কষ্ট সহ্য করতে হবে। কাউকে ফেরত যেতে দেব না। এখানেই কাজ করবেন, থাকবেন পরিবারের সঙ্গেই। এই মাটি আপনাদের মাটি।

    বৃহস্পতিবার বেলা একটা নাগাদ অভিষেক মঞ্চে উঠেই ভিনরাজ্যে অত্যাচারিত হওয়া মালদহের আট পরিযায়ী শ্রমিক ও নিহত এক  পরিযায়ীর পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের প্রত্যেককে উত্তরীয় পরিয়ে সম্মান জানান তৃণমূল সাংসদ।

    পরিযায়ী শ্রমিকদের পাশে না দাঁড়ানোর অভিযোগ করে এদিন অভিষেক মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকেও বিঁধেছেন। বলেন, এই মঞ্চে একজন বসে আছেন। ওঁর নাম বিনয় বেশ্রা, গাজোলে বাড়ি। তিনি বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, অথচ খগেন মুর্মু একবারও ওর খোঁজ নিয়েছেন? মালদহের কংগ্রেস সাংসদ ক’টা মানুষের পাশে দাঁড়িয়েছেন? এরপরেই অভিষেক যোগ করেন,এই মঞ্চে আরেক জন আছেন। রাজস্থানে তাঁকে ধরে পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আইনি লড়াই করে আমাদের সরকার, দল তাঁকে ফেরত এনেছে। মানুষ বিপদে পড়লেই পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। 

    এদিনের সভা মঞ্চে দাঁড়িয়ে পম্পা ঘোষের মুখ থেকে ভিনরাজ্যে তাঁর স্বামীকে পিটিয়ে মারার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনেন অভিষেক। শোনেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আমির শেখের সঙ্গে নির্মম অত্যাচারের বর্ণনাও। এরপর একে একে সাজিনূর পারভিন, অচিন মুসার, বিনয় বেশ্রা, নিশ্চিত রবিদাস, সুকুরুদ্দিন মোমিন এবং অন্তু মাঝি ও  রফিকুল বিশ্বাসের মুখ থেকে  অভিষেক শুনেছেন অত্যাচারের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।  

    নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের বাসিন্দাদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছেন অভিষেক। সেটিও এদিন তিনি দিয়ে গিয়েছেন মালদহবাসীকে। বলেন, কোনও সমস্যা হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রায় আড়াই বছর ধরে এই হেল্পলাইন নম্বর চলছে। দিনে প্রায় ১০ হাজার ফোন আসে। একশো জনকে দায়িত্ব দেওয়া রয়েছে। তাঁরা সব শুনে আমাকে জানান। সেই নম্বর মালদহ জেলার জন্য খুলে দিলাম। জেলার প্রত্যেক বিধানসভা আজ থেকে আমার পরিবার। সমস্যা হলেই ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বরে এক ডাকে অভিষেকে ফোন করুন। • সভা শেষে শ্রমিকদের সঙ্গে আহার অভিষেকের। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)