• সাতসকালে গন্ডারের হানা, হুলস্থূল শালকুমারে
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাতসকালে গন্ডারের হানায় হুলস্থূল শালকুমারে। ঘনকুয়াশায় কারণে দিকভ্রান্ত হয়ে বৃহস্পতিবার কাকভোরে জলদাপাড়া জাতীয় উদ্যানের একটি গন্ডার ঢুকে পড়ে আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারের নতুনপাড়ায়। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। যাঁরা সকালে মাঠে গোরু চড়াতে গিয়েছিলেন কিংবা প্রাতঃভ্রমণে বের হন তাঁরা গন্ডার দেখে প্রাণ বাঁচাতে নিরাপদ জায়গার খোঁজ শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই গন্ডার দেখতে নতুনপাড়ায় ভিড় জমে উৎসাহী জনতার। অন্যদিকে, এদিনই দুপুরে জলদাপাড়ায় হাতির হামলায় অবসরপ্রাপ্ত এক বন শ্রমিকের মৃত্যু হয়। বনদপ্তর জানিয়েছে, মৃত বন শ্রমিকের নাম বু রাভা (৬৪)। 

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে জলদাপাড়ার গন্ডারটি প্রথমে জলদাপাড়া বাজারে চলে আসে। সেখান থেকে শালকুমার-১ পঞ্চায়েতের নেপালিবস্তি হয়ে নতুনপাড়ায় ঢুকে পড়ে। সেই সময় কেউ কেউ গ্রামের মেঠো পথে পায়চারী করছিলেন। কেউ দাঁত মাজছিলেন। আবার অনেকে গোয়াল ঘর থেকে গোরু বের করছিলেন  মাঠে নিয়ে যাওয়ার জন্য। 

    সেই সময় আচমকা এলাকায় গন্ডার দেখে ছন্দপতন ঘটে যায় নতুনপাড়ার বাসিন্দাদের। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খেতে গোরু নিয়ে যাচ্ছিলেন জইদুল মিয়াঁ। গন্ডারের গুঁতোয় জইদুলের একটি গোরু মারাত্মক জখম হয়। গন্ডারটি এলাকায় কয়েকজনের সবজি খেত তছনছ করে। ৯টা নাগাদ উত্তম রায়ের পুকুরে নেমে যায়। কৌতূহলী জনতা দূর থেকে গন্ডারের ছবি মোবাইলের ক্যামেরায় বন্দি করতে থাকেন। 

    এদিকে, খবর পেয়ে চলে আসেন বনকর্মীরা। আসে সোনাপুর ফাঁড়ির পুলিশও। উপস্থিত হন শালকুমার-১ পঞ্চায়েতের প্রধান শ্রীবাস রায়। পুলিশ জনতাকে সরিয়ে দেয়। পরবর্তীতে গন্ডারটিকে জঙ্গলে ফেরত পাঠাতে চেষ্টা চালায় বনকর্মীরা। বনকর্মীদের তাড়া খেয়ে গন্ডারটি পুকুর থেকে উঠে পড়ে জঙ্গলমুখী হয়। অবশেষে সকাল সাড়ে ৯টার দিকে বনকর্মীরা প্রাণীটিকে নতুনপাড়া থেকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন। 

    অন্যদিকে, এদিনই দুপুরে জলদাপাড়া জঙ্গলের ভিতরে বুড়ি তোর্সা নদীতে মাছ ধরার সময় হাতির হামলায় বৃদ্ধ বু রাভার মৃত্যু হয়। মৃত বৃদ্ধ বনদপ্তরের অবসরপ্রাপ্ত বন শ্রমিক। তিনি কালচিনির দক্ষিণ মেন্দাবাড়ির দশ হালিয়ার বাসিন্দা ছিলেন। হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেললে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বনদপ্তর ও পুলিশ জঙ্গল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। শালকুমার-১ পঞ্চায়েতের প্রধান বলেন, একটি গোরু ছাড়া গন্ডারের হামলায় কেউ জখম হননি। বনকর্মীরা গন্ডারটিকে জঙ্গলে ফেরান। 

    জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, ঘনকুয়াশায় দিকভ্রষ্ট হয়েই গন্ডারটি জঙ্গল থেকে এক কিমি দূরে নতুনপাড়ায় ঢুকে পড়েছিল। গন্ডারটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বন শ্রমিকের সংরক্ষিত জঙ্গলে মৃত্যু হওয়ায় তাঁর পরিবার সরকারি কোনও ক্ষতিপূরণ পাবে না।
  • Link to this news (বর্তমান)