• কাল শালতোড়ায় অভিষেকের সভা, রণকৌশল বার্তার দিকে তাকিয়ে কর্মীরা
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আগামীকাল শনিবার শালতোড়ায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুরে শালতোড়া কলেজ ময়দানে সভা হবে। অভিষেকের সভার আগে জেলা তৃণমূলে সাজো সাজো রব। বৃহস্পতিবার বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী শালতোড়ায় সভার মাঠ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে শালতোড়া ব্লক তৃণমূল সভাপতি সন্তোষকুমার মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতারা ছিলেন। অভিষেকের সভায় লক্ষাধিক জনসমাগম করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। কলকাতায় ইডির অভিযানের পর শালতোড়ার সভার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। বিজেপির গড়ে দাঁড়িয়ে অভিষেক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। অরূপবাবু বলেন, কলকাতায় ইডি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হানা দেওয়ার পর তৃণমূলকর্মীরা আরও বেশি করে একজোট হয়ে গিয়েছেন। প্রবল ঠান্ডা উপেক্ষা করে তাঁরা অভিষেকের সভায় যোগ দিতে মুখিয়ে রয়েছেন। শালতোড়ায় সভামঞ্চ তৈরির কাজ চলছে। তা দেখতেই এদিন থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। সভার মাঠে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের বক্তব্য, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েও কিছু করতে পারবে না। শালতোড়া তথা বাঁকুড়া থেকে এবার বিজেপির বিদায় নিশ্চিত। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ইডির হানার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তৃণমূল কিছু না করে থাকলে, পুলিশ এদিন ফাইল সরিয়ে ফেলল কেন? আগামী বিধানসভা নির্বাচনে সমগ্র বাঁকুড়ার সঙ্গে শালতোড়াতেও আমরা ভালো ফল করব। 

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা শালতোড়া বিধানসভা কেন্দ্র গতবারের নির্বাচনে বিজেপি ছিনিয়ে নেয়। শালতোড়া লাগোয়া ছাতনা বিধানসভাও বর্তমানে গেরুয়া শিবিরের দখলে রয়েছে। ওই দুই বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারে তৃণমূল এবার আদাজল খেয়ে ঝাঁপিয়েছে। শালতোড়া ব্লকে তৃণমূলের সংগঠন মজবুত থাকলেও মেজিয়া ব্লক এলাকার কয়েকটি পঞ্চায়েত শাসক দলের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের ভোট ম্যানেজাররা ‘ড্যামেজ কন্ট্রোলের’ চেষ্টা করছেন। নেতাকর্মীদের চাঙ্গা করতেই শালতোড়ায় অভিষেকের জনসভা করার ব্যাপারে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। কারণ শালতোড়ায় পাথর শিল্পের উদ্বোধনের জন্য অভিষেকের বাঁকুড়ায় আসার কথা ছিল। সে ক্ষেত্রে শালতোড়া সংলগ্ন মেজিয়া রোডের পাশে একটি ছোট জায়গায় তাঁবু করে অভিষেক পাথর শিল্পের সঙ্গে জড়িতদের নিয়ে সভা করবেন বলে স্থির হয়েছিল। কিন্তু পরে অভিষেকের জনসভা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দু’ সপ্তাহের মধ্যে ফের অভিষেক বাঁকুড়ায় সভা করতে আসতে পারেন বলে তৃণমূল নেতারা জানিয়েছেন। ওই সভা বাঁকুড়া বিধানসভা এলাকার কোনও জায়গায় হতে পারে। বর্তমানে বাঁকুড়া বিধানসভাও বিজেপির দখলে রয়েছে। ফলে সেখানে অভিষেকের সভা হলে কর্মীরা উজ্জীবিত হয়ে ভোটের লড়াই নামবেন বলে ঘাসফুল শিবির মনে করছে।     অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল পরিদর্শনে সাংসদ অরূপ চক্রবর্তী। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)