• ম্যাট্রিমনিয়াল সাইটে তরুণীর সঙ্গে পরিচয়, বিয়ের টোপে ৮৫ লক্ষ উধাও
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: ম্যাট্রিমনিয়াল সাইটে বিজ্ঞাপন দেখে পরিচয় হয়েছিল তরুণীর সঙ্গে। পাত্র-পাত্রী কথাবার্তা বলার পর দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন। তারপরই বাগদত্তা বিভিন্ন অজুহাতে টাকা চাইতে শুরু করে হবু বরের কাছে। সন্দেহ না করেই ওই তরুণীকে টাকা দিয়ে দেন যুবক। ধাপে ধাপে ৮৫ লক্ষ টাকা নেওয়ার পর আচমকা উধাও হয়ে যায় তরুণী। বন্ধ করে দেয় মোবাইল। প্রতারণার শিকার হয়ে ওই তরুণের তরফে হাওড়ার দাশনগর থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

    হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ওই যুবক বিয়ের জন্য ম্যাট্রিমনিয়াল সাইটে উপযুক্ত  পাত্রীর খোঁজ করছিলেন। সেখান থেকেই এক তরুণীকে তাঁর পছন্দ হয়। মোবাইল নম্বর দেখে তরুণীর সঙ্গে যোগাযোগ করেন। পাত্রীর তরফে ইতিবাচক সাড়া মেলায় গত বছর সেপ্টেম্বর থেকে দুজন কথা বলা শুরু করে। হোয়াটসঅ্যাপে মেসেজের আদানপ্রদান হয়। দুজনেই বিয়েতে রাজি  হয়। কোথায় কীভাবে বিয়ের অনুষ্ঠান হবে তাই নিয়ে নিজেদের কথাবার্তা চলতে থাকে। ২০২৫ সালে সেপ্টেম্বরে পুজোর আগে ওই তরুণী ফোন করে হবু বরকে বলে জরুরি কারণে ৫০০০ হাজার টাকা পাঠাতে। কোনও সন্দেহ না করেই তিনি তা পাঠিয়ে দেন। এরপর অভিযুক্ত তরুণী জানায়, বিয়ের বিষয় নিয়ে এবার দুই পরিবারে কথা বলতে হবে। পাত্রী তার বাবার ফোন নম্বর দেয়। তার বাবাকে ওই তরুণ ফোন করলে বলেন, চলতি বছরে জানুয়ারিতে কথা হবে দুই পরিবারের মধ্যে। তার আগে দুজন নিজেদের মধ্যে কথা বলুক। কথা বলতে বলতে পাত্রীর প্রতি দুর্বল হয়ে পড়েন ওই তরুণ। এর সুযোগ নিয়ে ওই তরুণী কখনও পারিবারিক, কখন ব্যক্তিগত কারণ দেখিয়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় ৮৫ লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। ডিসেম্বরের ৯ তারিখের পর থেকে ওই তরুণী কথা ও মেসেজ বন্ধ করে দেয়। এরপরই ওই তরুণ বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন। তিনি দাশনগর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ প্রতারণার কেস রুজু করেছে।

    তদন্তে নেমে ম্যাট্রিমনিয়াল সাইটের কাছে তরুণীর বিস্তারিত নথি চেয়ে পাঠিয়েছে পুলিশ। একইসঙ্গে তরুণী যে নম্বর থেকে ফোন করত তার কল ডিটেইলস বের করা হয়েছে। তা ঘেঁটে জানার চেষ্টা চলছে আরও কার সঙ্গে সে প্রতারণা করেছে কি না। পাশাপাশি যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে তার নথি ব্যাঙ্কের কাছে চেয়ে পাঠিয়েছে পুলিশ। সেই সূত্র ধরে অ্যাকাউন্টটি যে বা যারা হ্যান্ডেল করে তাদের চিহ্নিত করে তরুণীর কাছে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)