• রাজ্যজুড়ে শুরু বিক্ষোভ, আজ পথে স্বয়ং নেত্রী
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে আবারও কেন্দ্রীয় এজেন্সির টার্গেট তৃণমূল কংগ্রেস। দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। সেই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ইডির তল্লাশির প্রতিবাদে আজ, শুক্রবার দুপুরে যাদবপুর ৮বি মোড় থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরু হবে বিকেল ৩টে নাগাদ। ‘বাংলার উপর কেন্দ্রের এই হামলার’ বিরুদ্ধে সরব হতে সমাজের সব স্তরের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বেলা ২টো থেকেই শুরু হবে জমায়েত। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট, রাসবিহারী হয়ে হাজরায় শেষ হবে মিছিল। এদিন বিকেলে আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্টের উদ্বোধনী উনুষ্ঠান থেকে এই মিছিলের ডাক দেন মমতা। তিনি বলেন, ‘ওরা শুধু আমাদের দলকে নয়। গোটা বাংলার উপর আক্রমণ করে। এর প্রতিবাদে কলকাতায় মিছিল হবে। আমি নিজে মিছিলে থাকব।’ মিছিলের জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।  
  • Link to this news (বর্তমান)