• শিশুদের জন্য ১৪ পার্ক নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে গারুলিয়ায়
    বর্তমান | ০৯ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গারুলিয়া পুরসভায় শিশুদের খেলার জন্য অনেকগুলি পার্ক রয়েছে। কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেগুলি জঙ্গলে ভরে গিয়েছে। কোনও পার্কে আবার জঞ্জাল ফেলা হচ্ছে। সেইসব পার্কগুলিকে শিশুদের খেলার উপযোগী করে তুলতে উদ্যোগী হল গারুলিয়া পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে পার্কগুলোর চেহারা বদদে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি শিশুউদ্যান নতুন করে তৈরি করার প্রস্তাব পাঠানো হয়, যা অনুমোদিত হয়েছে। এর জন্য এক কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার শেষে কাজও শুরু হয়েছে। 

    গারুলিয়া পুরসভার মোট ২১টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ডে এই পার্কগুলি নতুন করে বানানো হবে। পুরসভার এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ। নমিতা মুখোপাধ্যায় নামে এক মহিলা জানালেন, আমার বাড়ির সামনে একটি বড় পার্ক রয়েছে। কিন্তু সেখানে যাওয়া যায় না। শিশুদের নিয়ে খেলার কোনও উপায় নেই। মানুষ নোংরা, জঞ্জাল ফেলছে। পুরসভার পক্ষ থেকে বোর্ড লাগালেও কারও কোনও ভ্রুক্ষেপ নেই। তাই অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে পুরসভা। পার্কগুলি মেরামত করে খেলার উপযোগী করে তুললে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের খুবই উপকার হবে।

    গারুলিয়া পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য গৌতম বসু বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে মানুষের থেকে ফিডব্যাক নিচ্ছিলাম। তাতে দেখা যায়, ১৪টি ওয়ার্ডের সাধারণ মানুষ চেয়েছে ছোটদের জন্য পার্ক বা খেলার মাঠ তৈরি হোক। সেই অনুযায়ী আমরা রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাই। সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে। এরপর ইতিমধ্যেই টেন্ডার ও লোকেশন চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। কয়েক জায়গায় টেন্ডার প্রক্রিয়া শেষে কাজও শুরু হয়েছে। এক বছরের মধ্যেই প্রকল্পের অধিকাংশ পার্ক শিশুদের জন্য খুলে দেওয়া যাবে বলে আশা করছি।  

    এই পুরসভায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ৭৮টি প্রকল্প অনুমোদন হয়েছে। শিশুউদ্যান ছাড়াও রাস্তা, ড্রেন, শেড প্রভৃতি এর মাধ্যমে তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান উন্নয়নের কাজ একেবারে বুথস্তরে নিয়ে যেতে। মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী গারুলিয়া পুরসভা প্রতিটি ওয়ার্ডে আলোচনা করে, আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করে, মানুষের কাছ থেকে সমস্যা শুনে তার সমাধানে কাজ শুরু করেছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)