• Breaking News Live: ‘আগে গুলি, পরে প্রশ্ন’, আমেরিকাকে বার্তা ডেনমার্কের
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৬
  • আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির হানার প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর দু’টোয় যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। নেতৃত্বে থাকবেন মমতা। মিছিল শেষ হবে হাজরা মোড়ে।

    আগ্রাসান হলে আগে সেনা গুলি চালাবে, পরে প্রশ্ন করবে বলে জানিয়ে দিলেন ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রক। ১৯৫২ সালের রুল অফ এনগেজমেন্ট অনুযায়ী, কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা না করে আগ্রাসনকারীদের ওপর সরাসরি হামলা চালাবে সেনা। উল্লেখ্য, গ্রিনল্যান্ড তাঁর চাই বলে জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    উত্তুরে হাওয়ায় জুবুথুবু বাংলা। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। তবে বেলা গড়াতেই আকাশ পরিস্কার হয়ে যায়। শুক্রবার ঠান্ডা আরও বাড়তে পারে বলে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)