• ভোররাতে গঙ্গাসাগর মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক অস্থায়ী ছাউনি
    এই সময় | ০৯ জানুয়ারি ২০২৬
  • গঙ্গাসাগর মেলা শুরুর আগেই আতঙ্ক ছড়ালো। শুক্রবার ভোরে গঙ্গাসাগর মেলার কপিলমুনির মন্দির সংলগ্ন দু’নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক অস্থায়ী ছাউনিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে হোগলা দিয়ে তৈরি ঘরগুলি। আগুনের লেলিহান শিখায় একের পর এক অস্থায়ী ছাউনি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

    এই আগুন আগে গঙ্গাসাগরের ২ নম্বর স্নান গেটের কাছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মেলা উপলক্ষে বিভিন্ন দপ্তরের ক্যাম্প ও অস্থায়ী ছাউনি গড়ে তোলা হচ্ছিল।এই ছাউনিগুলোর অধিকাংশতেই সরকারি আধিকারিক, সাংবাদিকদের থাকার কথা ছিল। তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদেরও থাকার কথা ছিল সেখানে।

    ভোরের দিকে আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন।

    এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ভালো বলেও আশঙ্কা করা হচ্ছে। শর্ট সার্কিট না অন্য কোনও কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।

    গঙ্গাসাগর মেলা শুরুর আগে এই অগ্নিকাণ্ড ঘিরে নিরাপত্তা ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

  • Link to this news (এই সময়)