ওয়েলিংটনে ছাই শীতবস্ত্রের একাধিক অস্থায়ী দোকান, প্রশ্ন ছাড়পত্র নিয়ে
আনন্দবাজার | ০৯ জানুয়ারি ২০২৬
ভস্মীভূত হয়ে গেল গরম পোশাকের একাধিক অস্থায়ী দোকান। বৃহস্পতিবার বিকেলে মধ্য কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে গরম পোশাকের বাজারে ওই আগুন লাগে।ছোট-বড় প্রায় পঞ্চাশটি দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনার পরে আবারও প্রকাশ্যে এসেছে দাহ্য বস্তু দিয়ে তৈরি দোকানকে প্রশাসনের ছাড়পত্র দেওয়ার বিষয়টি।
অনেক বছর পরে কলকাতায় জাঁকিয়ে শীত পড়েছে। ফলে, গত কয়েক দিন ধরে সুবোধ মল্লিক স্কোয়ারের গায়ে বসা গরম পোশাকের বাজারে ব্যবসার লেখচিত্র উপরের দিকেই ছিল। অনেক দোকানদারই বাড়তি পুঁজি বিনিয়োগ করেছিলেন ব্যবসায়। তিন মাসের অস্থায়ী বাজারে ব্যবসা যখন তুঙ্গে, তখনই এ দিনের অগ্নিকাণ্ড। আগুন লেগে প্রচুর টাকার মালপত্র পুড়ে গিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
তাঁরা জানান, নভেম্বর থেকে জানুয়ারি, তিন মাসের জন্য প্রতিবছর শীতের সময়ে ওই গরম পোশাকের বাজার বসে ওয়েলিংটন মোড়ের ফুটপাতে। এ দিন বিকেল পাঁচটা নাগাদ সেখানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি বাজার দ্রুত আগুনের গ্রাসে চলে যেতে শুরু করে। অনেক উঁচু পর্যন্ত আগুনের শিখা উঠতে দেখা যায়। ব্যবসায়ীরা চেষ্টা করেন দোকান থেকে কিছুটা হলেও মালপত্র বার করতে। তবে অনেক দোকানেই সব কিছুপুড়ে গিয়েছে। ব্যবসায়ীরা জানান, দোকান থেকে অনেকে মালপত্র বার করতে পারলেও জল লেগে বহু জিনিস নষ্ট হয়ে গিয়েছে।
রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের ওই গরম পোশাকের বাজারকয়েক দশকের পুরনো। সেখানে দোকান রয়েছে রানাপ্রতাপ দে-র। তাঁর মেয়ে শর্মিষ্ঠাকে দেখা যায় রাস্তার উপরে বসে কান্নায় ভেঙে পড়তে। তিনি বলেন, ‘‘২৫ বছর ধরে আমাদের দোকান এখানে রয়েছে। অনেক বছর পরে কলকাতায় শীত পড়েছে। আমরা প্রতি বছর এইতিনটি মাসের জন্য পুঁজি একত্র করি। এ বার শীত বেশি পড়ায় বাবাকেবলে জোর করে বেশি টাকা লাগিয়েছিলাম। সব ছাই হয়ে গেল।’’ বাজারের উল্টো দিকের ফুটপাতে এক রাশ শূন্যতা নিয়ে বসেছিলেন মহম্মদ আসলাম। তিনি বলেন, ‘‘চোখের সামনে দোকান পুড়ে গেল। অল্প সময়ে আগুন ছড়িয়ে গেল বাজারে। খুব সামান্য জিনিসপত্রই বাঁচাতে পেরেছি।’’
আগুন লাগার কারণ খতিয়েদেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দ্বিমত তৈরি হতেও দেখা গিয়েছে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, শর্ট সার্কিট থেকে আগুন ধরেছে। অন্য অংশের অভিযোগ, সুবোধ মল্লিক স্কোয়ারের ভিতরে বাঁশ রাখা ছিল। সেখানে জ্বলন্ত সিগারেট পড়ে আগুন ধরে যায়।
উল্লেখ্য, কলকাতা শহরে ফুটপাতের উপরে দাহ্য পদার্থ দিয়ে তৈরি এই ধরনের দোকান অতীতে অন্য জায়গায় পুড়েছে। কখনওবাগড়ি বাজারে, কখনও গড়িয়াহাটে। তা সত্ত্বেও বাঁশ-ত্রিপল দিয়ে তৈরিএই ধরনের বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি প্রশাসন। ব্যবসায়ীদের দাবি, এই প্রথম ওই গরম পোশাকের বাজারে এ ভাবে আগুন লাগল।