প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে সহজে ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে একাধিক ব্যক্তিকে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল সাইবার জালিয়াতদের বিরুদ্ধে। পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে বেআইনি কল সেন্টার থেকে ফোন করে ওই প্রতারণা-চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ। প্রতারিতদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমে বুধবার ওই বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়ে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম থানা। ঘটনাস্থল থেকে ৪০টি মোবাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আসিফ, ওয়াই শিবা, এম নাগেশ, সমীর সোহান এবং ইঅনিল। তারা তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার পাঁচ ধৃতকে ২০ জানুয়ারি পর্যন্তপুলিশি হেফাজতে পাঠিয়েছে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালত।
আদালত সূত্রের খবর, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে ওই বেআইনি কল সেন্টার থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করত প্রতারকেরা। প্রতারিতদের বিশ্বাস অর্জনের জন্য তারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার বিভিন্ন নথি জাল করেছিল। কল সেন্টার থেকে ফোন করে এই প্রকল্পে সহজে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্তেরা টাকা হাতাত।