• চলবে বাড়তি বাস ও ট্রেন, গঙ্গাসাগর মেলার বিশেষ পরিষেবা শুরু হচ্ছে আজ
    আনন্দবাজার | ০৯ জানুয়ারি ২০২৬
  • গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সরকারি ও বেসরকারি পরিষেবা ছাড়াও আজ, শুক্রবার শুরু হচ্ছে বিশেষ ট্রেনের পরিষেবা। মেলা উপলক্ষে পুণ্যার্থীদের সাগরদ্বীপে নিয়ে যাওয়া-আসার জন্য ২২৫টি বাস বিভিন্ন রুট থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার একাধিক রুট ছাড়াও কলকাতা, হাওড়া ও হুগলির বিভিন্ন রুট থেকে ওই সব বাস নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বাসের বেপরোয়া গতির কারণে মেলা চলাকালীন যাতে কোনও ভাবেই পথ দুর্ঘটনা না ঘটে, তা নিয়ে বিশেষ ভাবে সতর্ক থাকছে পরিবহণ দফতর। এর জন্য মেলা উপলক্ষে যে সব সরকারি এবং বেসরকারি বাস চলবে, সেগুলিতে ‘স্পিড গভর্নর’ বসানোর নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া, পরিবহণ দফতরের পক্ষ থেকে বাস এবং ভেসেল পরিষেবার উপরেও বিশেষ ভাবে নজর রাখা হবে। বাবুঘাট থেকে লট ৮-এর ঘাট পর্যন্ত বাস পরিষেবার দায়িত্বও সামাল দেবে বেসরকারি বাসের একাংশ। তবে, বাবুঘাট থেকে পুণ্যার্থীদের নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধান দায়িত্ব থাকছে সরকারি বাসেরই।

    মেলা উপলক্ষে রাজ্যের সব ক’টি পরিবহণ নিগম মিলে প্রায় আড়াই হাজার ট্রিপ চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। যদিও সরকারি বাসের ক্ষেত্রে ডিজ়েল কেনার টাকার সংস্থান করা নিয়ে ঘোর সঙ্কট রয়েছে। পরিবহণ নিগমগুলি দফতরের মাধ্যমে সমস্যার সুরাহা চেয়ে নবান্নের দ্বারস্থ হয়েছে।

    জানা গিয়েছে, সরকারি বাসের পরিষেবা মূলত ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে। মেলার কারণে বাস তুলে নেওয়ার ফলে কলকাতার দক্ষিণ শহরতলির বেশ কিছু বেসরকারি বাস রুটের পরিষেবায় টান পড়তে পারে। সরকারি পরিবহণ নিগমগুলি তাদের বিভিন্ন রুটের বাস পর্যায়ক্রমে গঙ্গাসাগর মেলার জন্য অন্তর্বর্তী সময়ে ব্যবহার করবে। ফলে, বিভিন্ন রুটের নিয়মিত পরিষেবায় সামান্য ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা থাকছে।

    এর পাশাপাশি, আজ থেকে শিয়ালদহ ডিভিশনের তরফে বিশেষ লোকাল ট্রেনের পরিষেবাও শুরু হচ্ছে। কাকদ্বীপ-নামখানা শাখায় পাঁচ জোড়া ট্রেনের পাশাপাশি রেল দৈনিক আরও ১৮ জোড়া বিশেষ ট্রেন চালাবে। এর মধ্যে মাঝরাত থেকে ভোর ৪টে পর্যন্ত একাধিক ট্রেন রয়েছে। মেলা উপলক্ষে রেল গত বছরের ৭২টি ট্রেনের জায়গায় এ বার ১২৬টি লোকাল ট্রেন চালাচ্ছে।

    গঙ্গাসাগর মেলার প্রস্তুতিখতিয়ে দেখতে বৃহস্পতিবার কাকদ্বীপ এবং নামখানা স্টেশন পরিদর্শনকরেন শিয়ালদহ ডিভিশনেররেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। শিয়ালদহ ছাড়াও ওই দুই স্টেশনে রেলের পক্ষ থেকে পুণ্যার্থীদেরভিড় সামাল দিতে হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। এ দিন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কাকদ্বীপ ও নামখানা স্টেশনে হোল্ডিং এরিয়া, শৌচাগার, পানীয় জল, অতিরিক্ত বুকিং কাউন্টার এবং আলোর ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। পরে ফেরার পথে তিনি বারুইপুর স্টেশনের বিভিন্ন ব্যবস্থাও খতিয়ে দেখেন। মেলা উপলক্ষে রেলের ৩৪০ জন সুরক্ষা-কর্মী এবং ৫৪ জন আধিকারিক বিশেষ দায়িত্ব পালন করবেন।

    এ বার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের উল্লেখযোগ্য হারে ভিড় হতেপারে বলে মনে করা হচ্ছে। সে কথা মাথায় রেখেই বাস এবং ট্রেনের ট্রিপের সংখ্যা গত বছরেরতুলনায় অনেকটা বাড়ানো হয়েছে। বাসের ক্ষেত্রে প্রায় ৭০০টি অতিরিক্ত ট্রিপ পরিবহণ দফতর চালাবে বলে সূত্রের খবর।
  • Link to this news (আনন্দবাজার)