• শুরুতেই তীব্র আতঙ্ক, ভয়াবহ অগ্নিকাণ্ড গঙ্গাসাগরে!
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুরুতেই তীব্র আতঙ্ক। মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বড় বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই ভয়াবহ অগ্নিকাণ্ড কপিলমুনির আশ্রম চত্বরে। 

    স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলিতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। আগুনের শিখা দেখেই মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে মূলত আগুনের সূত্রপাত। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি ছাউনি, ফলে মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে।

     খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে এবং কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি এখনও পর্যন্ত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে। 

    এর আগে, ৫ জানুয়ারি, গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
  • Link to this news (আজকাল)