• ইমেলে রাজ্যপালকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি! নিরাপত্তা ছাড়াই পথে নামার সিদ্ধান্ত বোসের
    প্রতিদিন | ০৯ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো হল ইমেল! বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশ্যে আসে বিষয়টা। তড়িঘড়ি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। এদিকে এই মেলকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল। তিনি সাফ বলেন, “শুক্রবার আমি নিরাপত্তা ছাড়াই বেরবো। বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন।”

    লোকভবন সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে একটি হুমকি ইমেল পৌঁছয় তাঁদের কাছে। সেখানে রাজ্যপাল আনন্দ বোসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন। রাজ্যপালের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার পাশাপাশি বিষয়টা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। পাশাপাশি, কে বা কারা এই মেলের নেপথ্যে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। লোকভবনের তরফে জানা গিয়েছে, হুমকি মেলের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহুবার এমন মেল করা হয়েছে।

    যদিও এই হুমকি ইমেলকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল বোস। তিনি জানিয়েছেন, আজ অর্থাৎ শুক্রবার দুপুরে নিরাপত্তা ছাড়াই পথে নামবেন তিনি। প্রসঙ্গত, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি হানার প্রতিবাদে আজ যে সময় পথে নামার কথা মুখ্যমন্ত্রীর, সম্ভবত সেই সময়ই বেরবেন রাজ্যপালও।
  • Link to this news (প্রতিদিন)