দিল্লির সাকেত জেলা আদালত চত্বরের একটি বাড়ি থেকে লাফ দিয়ে আত্মহত্যা সেখানকার এক কর্মীর। শুক্রবার ওই ভবনের সবচেয়ে উঁচু তলা থেকে লাফ দিয়ে আত্মঘাতী হন তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, আত্মঘাতী আদালত কর্মী বিশেষভাবে সক্ষম ছিলেন। একটি সুইসাইট নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদমাধ্যম সূত্রের খবর, কাজের চাপ সামলে উঠতে না পেরে তিনি আত্মঘাতী হচ্ছেন বলে লেখা রয়েছে সেই নোটে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই নোটে লেখা রয়েছে, ‘আমি আমার আত্মঘাতী হওয়ার চিন্তা কারও সঙ্গে শেয়ার করিনি। আমি ভেবেছিলাম, এই ভাবনা থেকে নিজেই বেরিয়ে যেতে সক্ষম হবো। কিন্তু পারিনি। আমি ৬০% প্রতিবন্ধী, এই চাকরি আমার জন্য খুব কঠিন, আমি পেরে উঠছি না।’ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হরিশ সিং মাহার।
কাজ ছাড়ার কথাও ভেবেছিলেন তিনি, কিন্তু ভবিষ্যত কী ভাবে চলবে, তা নিয়ে অনিশ্চয়তার কারণে সেটা সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানিয়েছিলেন তিনি। ওই নোটে আদালতের কাছে তাঁর আবেদন, ভবিষ্যতে কোনও বিশেষভাবে সক্ষম কর্মীকে যেন হালকা কাজ দেওয়া হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি।