• SIR আবহে আজ ঠাকুরবাড়িতে যাচ্ছেন অভিষেক
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে এসআইআর চলছে। এসআইআর আবহে মতুয়া সম্প্রদায় উদ্বেগও নজরে এসেছে সাম্প্রতিক সময়ে, উদ্বেগ নিজেদের নাগরিকত্ব নিয়ে। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ শুক্রবার মতুয়াগড়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মতুয়া সম্প্রদায়ের মাঝে দাঁড়িয়ে এদিন তিনি কোন বার্তা দেন, নজর এখন সেদিকেই।

    অন্যদিকে, অভিষেকের সফরের আগে, সাজ সাজ রব ঠাকুরবাড়িতে। মতুয়াদের নিশান দিয়ে মোড়া হয়েছে ঠাকুরবাড়ি এলাকা ৷ বড়মা বীণাপাণি দেবীর ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে ৷ অন্যদিকে নিরাপত্তাও কঠোর। পুলিশ, সিআরপিএফ জওয়ান সমগ্র এলাকা জুড়ে টহলদারি দিচ্ছে। অন্যদিকে হরি গুরুচাঁদ মন্দিরের সামনের নাট মন্দিরে  বেলা বারোটা থেকে শুরু হচ্ছে সিএএ প্রশিক্ষণ শিবির ও সভা৷ সেখানে একে একে মতুয়া ভক্তরা এসে উপস্থিত হচ্ছেন পাশাপাশি ঠাকুরবাড়ি চত্বরে  প্রচুর আধা সেনা মোতায়ন রয়েছে ৷ 

    জানা গিয়েছে, মমতা বালা ঠাকুর, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং তাঁর মেয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাবেন বলে জানা গিয়েছে। অভিষেক ব্যানার্জি ঠাকুরবাড়িতে এদিন পুজো দেবেন, সূত্রের খবর তেমনটাও। 

    এই প্রসঙ্গে উল্লেখ্য, এসআইআর আবহে ৫ নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন মমতাবালা ঠাকুর ৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা দাবি করেছিলেন এসআইআর হলে ৯৫ শতাংশ মতুয়ার ভোটারতালিকা থেকে নাম বাদ যাবে৷ সেই ইস্যুতে ৫ নভেম্বর বারোটা থেকে আমরণ অনশনে বসেন অনুগামীরা।
  • Link to this news (আজকাল)