• 'যা করেছি, তৃণমূলের চেয়ারম্যান হিসাবে করেছি': মমতা
    আজকাল | ০৯ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযানের বিরুদ্ধে শুক্রবার পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাজরায় সভামঞ্চ থেকে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নিলেন তিনি। বৃহস্পতিবার ইডির রেড চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা চলে আসেন সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। তবে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী সাফ জানালেন তিনি কোনও ভুল করেননি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি যা করেছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি।’

    (বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
  • Link to this news (আজকাল)